পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গ্রন্থপরিচয় আর, দীর্ঘ কবিতাও লেখেন। যথা – সুধাকাস্তু সুধাকান্ত বচনের রচনে অক্লাস্ত— মুখে কথা নাহি বাধে, পশরা ভরিয়া রাখে বহুবিধ কুড়ানো সংবাদে, প্রত্যহ কণ্ঠের পায় সাড়া পাড়া হতে পাড়া । আজি তার আত্মত্যাগ বাক্যত্যাগে হয়েছে কঠোর রোগীর সেবার কার্যে মোর। ও পাশের ঘরে দিন কাটে সঙ্গীহীন নিঃশব্দ প্রহরে । বাধা দেয় যাদের প্রবেশে আহা যদি কাছে পেত এই বলে মরে যে ক্ষোভে সে । இ তবু বিধাতার বর আছে তার পর, বাক্য রুদ্ধ হয়ে গেলে তবু তার কাছে অন্ত পথ আছে । অনায়াসে শবদ আর মিল কলমের মুখে তার করে কিলবিল। মোর দিনমান মুখর খাতায় তার যাহ-তাহা দিতেছে জোগান। ১৪ দ্রষ্টব্য : ঐ প্রভাতকুমার মুখোপধ্যায় -প্রণীত চতুর্থ খণ্ড রবীন্দ্রজীবনী (১৩৭১ অগ্রহায়ণ ) গ্রন্থে, 형. २éva পাদটীকা وا > 8 X