পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
প্রহাসিনী

সকলি আহুতিরূপে পড়ে তারি শিখাতে,
টিকে না যা কথা দিয়ে কে পারিবে টিকাতে।
ছাই হয়ে গিয়ে তবু বাকি যাহা রহিবে
আপনার কথা সে তো আপনিই কহিবে॥

লাহোর

১৫ ফেব্রুয়ারি ১৯৩৫

[৩ ফাল্গুন ১৩৪১]

১৮