পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রঙ্গ

এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-
চার কঠিন দেখাতে পারো যাব তোমার সঙ্গ।
লোহা কঠিন, বজ্র কঠিন, নাগরা জুতোর তলা—
তাহার অধিক কঠিন তোমার বাপের বাড়ি চলা॥


এ তো বড়ো রঙ্গ, জাদু, এ তো বড়ো রঙ্গ-
চার মিথ্যে দেখাতে পারে। যাব তোমার সঙ্গ।
মিথ্যে ভেলকি, ভূতের হাঁচি, মিথ্যে কাঁচের পান্না-
তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না॥

[বরানগর

৩০ সেপ্টেম্বর ১৯৩৪

৮ আশ্বিন ১৩৪১]

২৩