পাতা:প্রহাসিনী-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সালগম-সংবাদ

এ কথা ভুলিলে যবে  বুঝায়ে কী আর হবে-
ধিক্ তবে মাের সালগমে।
বুঝিলাম তরকারী  যত হােক দরকারী,
তাহাতে কবিত্ব নাহি জমে।
আর না করিব ভুল-  এবারে বসন্তে ফুল
তুলিয়া আনিব ভরি ডালা।
সালগম পেঁয়াজকলি  জলে দিয়া জলাঞ্জলি
পাঠাইব বকুলের মালা।


প্র. ভাদ্র ১৩০৯

১ কবির ভাগিনের সত্যপ্রসাদের কন্যা শ্রীমতী শান্তা। পরিচয় দ্রষ্টব্য।
প্র. অর্থাৎ সামরিক পত্রে প্রচার।
৭৩