পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জল-স্থল ভেদ । N) র্ষণ-শক্তি আছে, এই বিধি স্থির করত, আমুের পতন প্রতি সেই বিধির প্রয়োগের নাম পূৰ্ব্ববৎসাধন। অব্যক্তধৰ্ম্মের অনুসন্ধানার্থে শেষবৎ-সাধন অত্যন্ত প্রয়োজনীয়, তৎসাহায্য-ভিন্ন পদার্থ-বিদ্যার উপকার দর্শে না । কিন্তু উপদেশার্থে পূৰ্ব্ববৎ-সাধন ফলদায়ী, অতএব এই প্রস্তাবে তাহারই অবলম্বন করিব । দ্বিতীয় প্রকরণ। জল-স্থল- ভেদ । శ్లోడ్లోజ్డ్ 濑 * হুল প্রমাণদ্বারা সপ্রমাণ হইয়াছে, পৃথিবী : ব ঠু কদম্বকুসুমৰৎ গোলাকার ; পরন্তু তাহার இ. দেহের উপরিভাগ সম নহে ; কোন স্থান উচ্চ কোন স্থান নিমুভাবে অবস্থিতি করিতেছে। উৰ্দ্ধভাগাপেক্ষায় নিমুভাগ প্রশষ, এব^ তাহার সৰ্ব্বত্র জলে পরিপূর্ণ। ভূগোলবেত্তারা অনুমান করেন জলপূর্ণ নিমুভাগে পৃথিবীর দশা^শের সাত অণশ স্থান ব্যাপ্ত করে ; অবশিষ্ট তীন অeNশ মাত্র উচ্চ ; এব^ তাহাই স্থল। ভূগোলের মানচিত্র-প্রতি দৃষ্টি করিলেই স্লষ্ট প্রতীতি হয় যে পৃথিবী কথকগুলি দ্বীপের সমষ্টি। ঐ দ্বীপ বা ভূমিখণ্ড-সকল এক বৃহৎ জলশয্যায় বিস্তৃত আছে। ঐ ৯ জলশয্যার নাম সমুদ্র । তাহ পৃথিবীর ভূভাগের সর্বত্র বেষ্টন করে, কুত্ৰাপি বিচ্ছেদ নাই ; ফলতঃ পৃথিবীমণ্ডলে এক মাত্র সমুদ্র আছে। কিন্তু ঐ মহাসমুদ্রের সর্বত্র সম