পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেশীয় প্রাকৃত ধর্ম। ఏ G তন্মধ্যে উষ্ণতাই প্রধান ; অন্য সকল কারণ প্রায়ঃ ঐ উষ্ণতার তারতম্য ঘটাইয়াই প্রাকৃত-ধৰ্ম্মের ভেদ সমুন্ন করে । ঐ উষ্ণতার উৰ্দ্ধ-সীমা নিরক্ষ-বৃত্তের কিঞ্চিৎ উত্তরে স্থিত। তথাহইতে যত উত্তর বা দক্ষিণদিগে অগ্রবৰ্ত্তি হওয়া যায় তত সূৰ্য্যকিরণের ঢালুতা ও হিমকেন্দ্রের নিকটতা প্রযুক্ত ক্রমশঃ উষ্ণতার হাস হয়। তাপমান-যন্ত্রদ্বারা " এই হাস বৃদ্ধি নিরূপিত করা যায়। ঐ যন্ত্রদ্বারা উক্ত উৰ্দ্ধসীমার উষ্ণতা ৮৪ তাপাPNশ নিরূপিত হইয়াছে ; অর্থাৎ প্রত্যহ ঐ যন্ত্রে উষ্ণতার যে ভেদ দৃষ্ট হয় তাহার বার্ষিকগড় ৮৪ তাপা^শ । এই গড় নিরূপণার্থে প্রত্যহ ঐ যন্ত্ৰে যে সকল তাপ সঙথ্য অবলোকন করা যায় তাহ একত্র করিয়া যে কএক বার দৃষ্টি করা যায় তৎসঙথ্যা দিয়া পূৰ্ব্ব সমষ্টির হরণ করিতে হয় ; তদ্বারা আহ্নিক গড় নিরূপিত হয়। পরে এক বৎসরের সমস্ত আহ্নিক গড় একত্র করিয়া ৩৬৫ দিয়া হরণ করিলে বার্ষিক গড় নিরূপিত হয়। তদ্যথা , যদ্যপি প্রাতঃকালে তাপমান-যন্ত্রে উষ্ণতা ৭: + ; দশঘণ্টার সময়ে ৭৫, দুই প্রহরের সময়ে ৮: ; দুই প্রহর চারিটার সময়ে ৮৪, ও সন্ধ্যার সময়ে ৭২ হয় ; তাহ হইলে নিম্নে লিখিত অস্কানুসারে আহ্নিক গড় ৭৭ ° তাপা^শ ৮০ ী দশকা^শ হইবে ।

  • তত্তববোধিনী পত্রিকার ১০২ সঙ্খ্যায় ঐ তাপমান-যস্ত্রের বিবরণ প্রকটিত আছে ।

+ তাপা^শ-জ্ঞাপনাথে সঙখ্যার উপর (০) এই প্রকার চিহ্ন, ( ) ও তাহার দশ1৭শের অংশ জ্ঞাপনাথ এই প্রকার (?) চিহ্ন দেওয়া যায় ।