পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У о о প্রাকৃত.ভূগোল । হিম-শিশির-বর্ষাদিরূপে পৃথিব্যুপরি নিপতিত হয়, তাহার উল্লেথ হয় নাই। এই প্রকরণে তাহার সভূক্ষেপে বিবরণ লিখিতব্য । তাপদ্বারা সকল পদার্থই ক্রমশঃ সক্রীত বা প্রসারিত হইতে থাকে, ও তদভাবে সঙ্কুচিত হয় ; পরন্তু সকল পদার্থ সমভাবে সমীত হয় না। কঠিন-পদার্থীপেক্ষায় তরল-পদার্থ অধিক স্ফীত হয়, ও তদপেক্ষায় বায়ু অধিক। কঠিন পদার্থ ক্রমশঃ তাপাধিক্যে দুব হইয়া যায়, তদনন্তর তাপের বৃদ্ধি হইলে বাপরুপে তাহার পরিবর্তন-হইবার সম্ভাবনা। সাধারণতঃ তরল পদার্থ কঠিন-পদার্থীপেক্ষায় শীঘু বাষপরূপে পরিণত হয়। এই বামপ-হওনের তাপ-পরিমাণ নির্দিষ্ট আছে, সেই নিদিষ্ট-পরিমাণে উত্তপ্ত না হইলে কোন পদার্থ বাপীভূত হয় না। পরন্তু কোন ২ পদার্থের এক বিশেষ ধৰ্ম্ম আছে, মৎকর্তৃক ঐ পদার্থের উপরিভাগের পরমাণু-সকল অন্তর্ভাগের পরমাণুর তাপ-সমাহরণ-করত,বিশেষতঃ নিকটস্থ উত্তপ্ত বায়ুর তাপ-সমাহরণকরত, বাপ-হওনোপযুক্ত তাপসঙ্গু করিয়া স্বয়ণ বাক্ষপ হইয়া যায়। এই ধৰ্ম্ম প্রযুক্ত মদ্য, কপূর, আতর প্রভৃতি কয়েক পদার্থ সৰ্ব্বদাই বাকপীভূত হইয় থাকে। জলও এই প্রকারে বামপীভূত হয়। প্রাতঃকালে কোন প্রশস্ত অগভীর পাত্রে কিঞ্চিৎ পরিমিত জল রাগিলে বৈকালে তাহার সমস্ত পাওয়া যায় না ; কিয়দংশ বাপ হইয়। বায়ুতে মিশ্রিত হয় । বায়ুতে আদুৰ্বস্ত্র শুষ্ক-হইবার এই মাত্র কারণ। সমুদ্রাদি-জলাশ্রয়হষ্টতে এই প্রকারে যে পরিমাণে জল প্রত্যহ বাক্ষপ হঠয়া আকাশে উত্থিত হয়, তাহা মনন