পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃষ্টির বিবরণ। У о Ф তিত হইয়া যায় ; কোথায় শীতকালে বৃষ্টি হয় ; কোথায় গ্রীষ্মে, কোথায় হেমন্তে, কোথায় বা নিয়মিত বর্ষাকালে বারি বৃষ্ট হয়। গ্রীষ্মমণ্ডলে নিরক্ষবৃত্তের উত্তরভাগ্নে উত্তরায়ণ-সময়ে, ও তদক্ষিণে দক্ষিণায়ন-সময়ে বৃষ্টি হয় ; ফলতঃ পৃথিবীর স্থানে ২ যে নিয়মে বৃষ্টি হয়, তদৃষ্টে বর্ষাকালকে ঋতুর মধ্যে গণ্য করা শ্রেয়ঃ বোধ হয় না। শীত গ্রীষ্মই ঋতুর প্রধান, অপর-সকল তাহার সন্ধিস্থান বা-লক্ষণভেদমাত্র। ল্পেন, পৰ্টুগাল এব^ ইটালিদেশসকলের দক্ষিণভাগে, তথা সিসিলি ও মেদের দ্বীপে, ও আফরিকার উত্তরভাগে, তথা গ্রীস-দেশের সৰ্ব্বত্রে, ও আসিয়াখণ্ডের উত্তর-পশ্চিমাঞ্চলে, শীতকালে বৃষ্টি হইয়া থাকে ; অতএব ঐ সকল স্থানকে, “ শীতকালিক বৃষ্টির মণ্ডল’ বলিলে বলা যায় । আল্প-পৰ্ব্বতের উত্তরভাগস্থ জর্মনি-দেশ, ফুন্সিদেশের পূৰ্ব্বভাগ, নিদর্লণ্ড-প্রদেশ, সুইজলণ্ড-দেশের উত্তরভাগ, ডেনমার্ক এৰণ উরাল-পৰ্ব্বতের পূৰ্ব্ব সিৰিরিয়া-দেশ ইত্যাদি সকল স্থানে গ্রীষ্মকালে বৃষ্টি হয় ; অতএব তাহ “গ্রীষ্মকালিক-বৃষ্টিমণ্ডল ” নামে বর্ণিতব্য। তথায় শীতকালে প্রায়ঃ কিছুমাত্র বারি বৃষ্ট হয়না । ইউরোপখণ্ডের পশ্চিম-পাশ্বস্থ সমস্ত দেশ তথা ব্রিটন আদি তত্ৰত্য দ্বীপ-সকলে বর্ষাকালেই বৃষ্টিপাত হয়, সুতরাণ তত্ত্বদেশ “প্রাবিড়-বৃষ্টিমণ্ডল ”। আফরিকার দক্ষিণভাগে ও অন্ত্রেলিয়া-দ্বীপে বর্ষ ও শীতকাল বৃষ্টিপাতের সময় ; পরন্তু প্রতিদ্বাদশবর্ষান্তে ক্রমাগত তিন বৎসর তথায় কিছু মাত্র বৃষ্টি না হইয়া অকাল উপস্থিত হয়। পূৰ্ব্বে উক্ত হইয়াছে গ্রীষ্মমণ্ডলে সৰ্ব্বাপেক্ষায় অধিক