পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y o & প্রাকৃত-ভূগোল । বৃষ্টি হয় ; কিন্তু ঐ বৃষ্টি পড়িতে অধিককাল আবশ্যক হয় না ; তথায় দুই মাস-মধ্যে যে বৃষ্টি নিপতিত হয়, হিমমণ্ডলে দুই বৎসরেও তাহ সম্ভব নহে। জটলণ্ডের নিকট সিটকা-নামক-দ্বীপে বর্ষের ৪০ দিবস নির্মেঘ থাকে, তদিতর দিবসে প্রত্যহ বৃষ্টি হইয়া থাকে, অথচ কলিকাতায় বর্ষে যে পরিমিত বৃষ্টি হইয়া থাকে, তাহার চতুর্থা^শপরিমিত বারিও তথায় নিপতিত হয় না। চেরাপুঞ্জিপ্রদেশে যে প্রকার প্রচুর বৃষ্টি হয়, ভূমণ্ডলের আর কুত্ৰাপি তাদৃশ বৃষ্টি ঘটে না ; তথায় ৮০ । ৮৫ দিবসের মধ্যে ৪৫০-৫৫০ বুরুল বৃষ্টি প্রপতিত হয়, অথচ তথায় বর্সের ২৮০ দিবস পরিষ্কার থাকে, কোন মেঘ বা বৃষ্টি দৃষ্টিগোচর হয় না। সেণ্টপিতস্বর্গ-নগরে প্রতিসপ্তাহে কিঞ্চিৎ ২ বৃষ্টি পড়িয়া বর্মের ১৬৯ দিবসে ১৭ বুরুল বৃষ্টি সভূহিত হয়। অন্যত্রেও এই প্রকার অনেক ভেদ আছে, এব^ তদৃষ্টে ভূগোলবেত্তার গ্রীষ্মমণ্ডলকে “ সাময়িক বৃষ্টিমণ্ডল ”, ও তাহার উভয় পাশ্বস্থ স্থানকে, “চিরবৃষ্টিমণ্ডল ” শব্দে বিধান করেন। সাময়িক-বৃষ্টিমণ্ডলে ক্রমাগত দুই তিন বা চারি মাস বুরুল বা ততোধিক هه لا – هنــه ه اRETج قtiية به TCHDة বারি বর্ষিত হয় ; অবশিষ্ট কালে অনাবৃষ্টি থাকে। চিরবৃষ্টিমণ্ডলে বৃষ্টি অল্প, কিন্তু তাহ বর্ষের সৰ্ব্বসময়েই কিঞ্চিৎ ২ পড়িয়া থাকে । ভারতবর্ষে মৌসুমি-বায়ুর প্রাদুর্ভাব-প্রযুক্ত তথায় বৃষ্টির পূৰ্ব্বোক্ত নিয়ম রক্ষা পায় না ; আয়নভেদে তথায় বৃষ্টি না হইয়া মৌসুমানুসারে বৃষ্টি হয়। অগ্নিকোণীয়