পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জল-স্থল,ভেদ । 億 ঐ বৃহৎ পৃথ্বী-খণ্ডের উদ্ভাবন করেন। পূৰ্ব্বাদ্ধের ন্যায় পৃথ্বীর এই অপরাদ্ধও দ্বীপদ্বয়ের সমষ্টি। আশিয়া ও অাফরিক যে প্রকারে এক স্থল-সঙ্কট দ্বারা সম্মিলিত, উত্তরাদ্ধের দ্বীপদ্বয়ও তদ্রুপ এক স্থল-সঙ্কট-দ্বারা সম্পযোজিত, • কিন্তু ঐ স্থলসঙ্কটদ্বয় সমধৰ্ম্মাপন্ন নহে; সুয়েজ-স্থলসঙ্কট বালুকাময়, ও পানামা-স্থলসঙ্কট গ্রানিট নামক সূদৃঢ় প্রস্তুরদ্বারা নিৰ্ম্মিত। পৃথ্বীর উত্তরাদ্ধের নাম আমরিকা, এব°N স্থিতিভেদে উত্তর ও দক্ষিণ শবদদ্বারা প্রভিন্ন হয় । গণিতভূগোলৰেন্তারা পৃথিবী-মণ্ডলোপার নানাবিধ রেথা কল্পনা করিয়া থাকেন। পৃথ্বীর মধ্যভাগে পূৰ্ব্ব-পশ্চিমে দীর্ঘ যে রেখা কল্পনা করেন, তাহার নাম নিরক্ষবৃন্ত । ঐ রেখা পৃথিবীকে উত্তর দক্ষিণ এই দুষ্ট খণ্ডে বিভাগ করে। উক্ত খণ্ডদ্বয়ের উত্তরাদ্ধে ভূমিভাগ অধিক, দক্ষিণান্ধে অত্যন্ন। পূৰ্ব্বোক্ত রেখার উভয়পাশ্বে কিয়দূর অন্তরে অপর দুই রেথ কল্পিত অাছে, তাহাদিগের নাম অযনান্তবৃত্ত। তদনন্তর অপর দুই রেখা আছে, তাহাদের নাম কুমেরু ও সুমেরু বৃত্ত । আযনান্তবৃত্তদ্বয়ের মধ্য-গত স্থানের নাম গ্রীষ্ম-মণ্ডল ; তদুভয়পাশ্বে, সম-মণ্ডল-দ্বয়, ও তৎপরে সুমেরু ও কুমেরু বৃত্তের পাশ্বে হিম-মণ্ডল দ্বয়। এই মণ্ডল-পঞ্চকে জল-স্থলের বিশেষ অসমতা আছে। নিরক্ষবৃত্তের উত্তরে উত্তরায়ণান্তবৃত্ত-পর্য্যন্ত সমস্ত স্থানের সহসুা^শের ২৯৭

  • সামান্য-ভূগোল-গুস্তে এই স্থলসঙ্কটের নাম ** পানাম ডমর মধ্যস্থান”; কিন্তু সঙ্গীণ-স্থানকে ডমরুমধ্যস্থান শব্দে বিধান করিতে আমাদিগের অভিরুচি হইল না ।