পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃষ্টির বিবরণ । Y S @ হাতে চিরনীহারবাহু তিষ্ঠিতে পারে না। এই প্রযুক্ত দক্ষিণ অামরিকার অান্দিস পৰ্ব্বতে, অাশিয়ার কৃকস্বসপৰ্ব্বতে, আলতাই পৰ্ব্বতে ও উরাল পৰ্ব্বতে চিরনীহারবাহু নাই । হিমালয়ের দক্ষিণপাশ্বেও কোন চিরনীহারবাহু দৃষ্ট হয় না। পরন্তু তাহার পশ্চিম ও উত্তর পাশ্বে অনেক চিরনীহারবাহু বৰ্ত্তমান আছে ; কাশ্মীর প্রদেশে আরিগুে-গ্রামের নিকটে বীণ সাহেব এক বৃহৎ চিরনীহারবাহ দেখিয়াছিলেন ; তাহা প্রায় অদ্ধ ক্রোশ প্রশস্ত এবণ শত পদ উসচ । উপরে উক্ত হইল যে অত্যন্ত ঢালু স্থানে চিরনীহারবাহু থাকে না ; তৎকারণ শীতকালে তৎস্থানে যে সকল মাহার সঙ্গহীত হয়, গ্রীষ্মের প্রাদুর্ভাবে তাহার মূলভাগ দুব হইয়া ঐ নাহারপিণ্ড স্বস্থান হইতে উপত্যকামধ্যে আসিয়া পড়ে। এই প্রযুক্ত পাৰ্ব্বত্য পথ বা সঙ্কীর্ণ উপত্যকা দিয়া ভূমণ করা অত্যন্ত ভয়ঙ্কর ; তৎস্থানে বায়ুর যাতায়াত প্রায়ঃ থাকে না, সকলই স্তব্ধভাবে আছে ; ঐ পথ দিয়া গমনসময়ে শব্দ বা গোলযোগ করা নিষিদ্ধ, কারণ তদ্বারা পতনোন্মুখ হিমশুিলুisaক্রল শিখরাগ্রহইতে ছিন্ন হইয়া তৎক্ষণাৎ শব্দকারিদিগের মস্তকোপরি নিপতিত হয়। সামান্য লোকে এই ঘটনাকে দানবকীৰ্ত্তি বলিয়া বর্ণন করিয়া থাকে। কি°Nবদন্তী আছে কাঙ্গরা-দেশীয় এক জন রাজপুত্র মহীপাল পঞ্চ সহসু স্বজাতীয় অকুতোভয়-যোদ্ধা সমভিব্যাহারে কাশ্মীর-দেশের পাশ্বে পাঠানদিগের দমনার্থে যুদ্ধযাত্রা করিয়া পথি মধ্যে হিন্দুকুশ-পৰ্ব্বতের এক গিরি-সন্ধ