পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃষ্টির বিবরণ। እ » ዓ দেশভেদে উদ্ভিজ্জ-ভেদ । কক্সার কত বিস্ময়জনক প্রমাণ প্রতীত হয় ! জীবের অাহার-নিমিত্ত তিনি বসুন্ধরাকে কি আশ্চর্য্য উৎপাদনমতা প্রদান করিয়াছেন । ঐ ক্ষমতা-প্রসাদে কত কোটিশঃ তরুলতাদি প্রত্যহ উৎপন্ন হইতেছে! যে স্থানে নয়ননিঃক্ষেপ করা যায় তথায়ই উদ্ভিজ্জ-পদার্থের দৃষ্টি হয়। গ্রীযু-মণ্ডলের উত্তপ্তবায়ুহইতে হিম-মণ্ডলের চিরনীহারপর্য্যন্ত, তথা সমুদ্রের লোক-প্রসিদ্ধ অতলস্লশ-গভহইতে, অতু্যচ্চ পৰ্ব্বতের শিখরাগ্রপৰ্য্যন্ত, কোন স্থানে তরুলতাদির অভাব নাই । মেলিল-দ্বীপে, যথায় বর্ষের দশ মাস ভয়ানকশীতের প্রাদুর্ভাব থাকে এবণ যত্রত্য বায়ব্য-উষ্ণতার বার্ষিক গড় ২ তাপাশিমাত্র, তথায়ও তৃণ, শৈবাল, মাদা, গোলালা প্রভৃতি অনেক তরু দৃষ্ট হষ্টয়াছে ; কাপ্তান পারি তথায় এক সপুষ্কপু-ৰুঞ্জকুলস তরু দেথিয়াছিলেন । হঠাৎ বোধ হইতে পারে যে চিরনীহারাবৃত-পৰ্ব্বত-শিখরে কোন উদ্ভিজ্জ-পদার্থ নাই, কিন্তু সে ভুম মাত্র ; সোস্সুর সাহেব সপ্রমাণ করিয়াছেন, যে চিরনীহারের উপরে এক প্রকার অতি সূক্ষ্ম শৈবাল জন্মিয় থাকে, সামান্য-নয়নে তাহ প্রত্যক্ষ হয় না, কিন্তু ঐ নীহার দাবিত করলে তাহ পদ্ম বর্ণবৎ ব্যক্ত হয়। -