পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৃষ্টির সি সরণ । ') ) ఎ জলাভাবেই তাহার উৎপত্তির হানি হয়। সাহারা এব^ গোবি-মরুভূমিতে জলের অত্যন্তাভাব ; তথায় বৃষ্টি, মেঘ, হিম, শিশির কিছুমাত্র দৃষ্ট হয় না ; ক্রমাগত মারাত্মক উষ্ণ শুষ্ক বায়ু বহিতেছে, এব^ তদ্বারা তত্রত্য অমিকণাবৎ বালুকা-সকল সঞ্চালিত হইয়া সকলেরই প্রাণ সপহরণ করতেছে ; জীব বা তরু কিছুক্ত তথায় তিষ্ঠিতে পারে না, সুতরাণ তথায় উদ্ভিদ-পদার্থমাত্র নাক্ট । অত্যন্ত লবণবিশিষ্ট দেশেও তরু জন্মে না । পরন্তু নির্বারি বালুকাপূর্ণ মরুভূমি ও লবণময় দেশ ব্যতীত, বে।ধ হয়, সব্বত্রেই উদ্ভিজ্জ-বস্তুর অবস্থিতি আছে । পরন্তু সকল দেশে এক প্রকার তরুলতাদি জন্মে না । দেশীয়-প্রকৃত-ধৰ্ম্ম-প্রসঙ্গে উক্ত হইয়াছে, যে উৎপত্তিবিষয়ে প্রত্যেক দেশের আবান্তরিক ভেদ আছে ; কোন দেশে ধান্য, কোথাও গোধূম, কোথাও কাসাব-ফল, কোথাও রোটিক-ফল, কোথাও দ্রাহ্মণ, কোথাও থৰ্জ্জর, কোথাও কাওয়া, ইত্যাদি দেশভেদে বিবিধ বস্তু উৎপন্ন হয় । পরন্তু কোন এক দেশের দ্রব্য অন্যত্র স্বয়ং উৎপন্ন হইতে দেখা যায় নাই । বঙ্গদেশে ধান্যক্ত জলপ্তমীশ্বর অথচ হিমপ্রধান উত্তর দেশে তাহার নামমাত্রও প্রচার নাই , স্থিরসমুদুস্থ-দ্বীপেও ধান্য প্রাপ্য নহে। সমমণ্ডলে দ্রাক্ষ-ফল প্রচুররূপে জন্মে, কিন্তু গ্রীষ্মমণ্ডলে তাহা কুত্ৰাপি দৃষ্টিগোচর হয় না। ফলতঃ যে সকল কারণে দেশের প্রাকৃত-ধক্ষুের ভেদ হয়, তাহাতে তত্ৰত্য বৃক্ষলতাদিরও সম্যগ ভেদ হইয়া থাকে। প্রাকৃত-ধৰ্ম্মভেদের প্রধান কারণ উষ্ণতা ; সুতরা^