পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: VE উদ্ভিছড়ী,ভদ । > ९ > উৰ্দ্ধতা অধিক হইলে তৃণের উপর লাইকেন নাম শৈবাল দৃষ্ট হইত, এব^ তদূৰ্দ্ধে চিরনীহারস্থ শৈবাল। অয়নান্তবৃত্তদ্বয়-মধ্যস্থ স্থানে উষ্ণতার বার্ষিক গড় অনুসারে বৃক্ষাদির প্রভেদ হয় ; যে সকল স্থানের উষ্ণতার বার্ষিক গড় তুল্য, সে সকল স্থানের বৃক্ষলতাদিও তুল্য ; যথায় উষ্ণতার বাৰ্ষিক-গড়ের অন্যথা আছে, তথায় বৃক্ষাদিরও প্রভেদ হয়। কিন্তু হিমমণ্ডলে এই নিয়মের ব্যতিক্রম দৃষ্ট হইয়া থাকে। তথায় বার্ষিক উষ্ণতার পরিবৰ্ত্তে গ্রীষ্মকালিক-উষ্ণতানুসারে বৃক্ষাদির প্রভেদ হয়। লাপলণ্ড-প্রদেশে এনণ্টেকিস্-স্থানের উষ্ণতার বার্ষিক গড় ২৭ তাপাশি, এব^ তন্নিকটস্থ মাজিরো-দ্বীপের উষ্ণতার বার্ষিক গড় ৩২ তা পাণ\শ, অথচ এনণ্টেকিস-দ্বীপে সুদীর্ঘ বৃক্ষের বন আছে ; এব^ মাজিরো দ্বীপে পত্রপুষপবিহীন অতিক্ষুদ্র আগাছা ভিন্ন কিছুই দৃষ্ট হয় না। তাহার কারণ এই যে গ্রীষ্মকালে এনণ্টেকিস-প্রদেশে যে প্রকার উত্তাপ হইয়া থাকে, মাজিরো-দ্বীপে তদ্রুপ উত্তাপ হয় না ; এনণ্টেকিস-প্রদেশের গ্রীষ্মকালিক উষ্ণতার গড় ৫৯t০ তাপাশি, এরৎ-ক্ষজিরো-দ্বীপের গ্রীষ্মকালিক উষ্ণতার গড় ৪৬%০ তাপাPশ। হিম-মণ্ডলের অত্যন্ত শীতল-স্থানে তরুলতাদির বিরল-প্রচার ; পরস্তু তথায় গ্রীষ্মকালে যত শীঘু উদ্ভিদপদার্থ জন্মে অন্যত্র তদ্রুপ শীঘু জন্মে না। তথাকার উদ্ভিজ্জ-বস্তু প্রাধান্যতঃ পৰ্ব্বতের দক্ষিণপাশ্বেই জন্মিয়৷ থাকে ; তত্ৰত বৃক্ষাদি অতি ক্ষুদ্রাবয়বী। তত্ৰত উদ্ভিজ্জের মধ্যে কএকপ্রকার শৈবাল, ও আগাছা, কত্রকল্পকার