পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> १ १. প্রাকৃত-ভূগোল । লতা, এব^ ক্ষুদ্র তরুই প্রধান ; অন্য কিছুই জন্মে না ; কেবল লাপলণ্ড-দেশে তাহার কিঞ্চিৎ অন্যথা আছে ; তথায় রাক্ট-নামক শস্য এব°N ক একপ্রকার সিম-ধৰ্ম্মিক শস্যও * উৎপন্ন হতীয়া থাকে । সমমণ্ডলের অত্যন্তর্শীতলভাগে দেবদারুশ্রেণীস্থ বৃক্ষেরই বাহুল্য ; তদনন্তর ওক, এলম ও বীচ, বৃক্ষ জন্মে ; তদনন্তর সেদার, ঝাউ এব^ কাক বৃক্ষ ; শেষোক্ত-স্থানে পাতি নাগরঙ্গ প্রভৃতি উত্তম নিয়ু এব^ ডুম্বরেরও প্রাদুর্ভাব আছে। ৩০ অবধি ৫০ অক্ষা7শ-পৰ্য্যন্ত-স্থান দ্রাক্ষার জন্মভূমি ; এবণ গোপূম তথাকার প্রধান খাদ্য, পরন্তু গোধূম উত্তরদক্ষিণে ৬০ অক্ষাংশ-পৰ্য্যন্ত বিস্ত আছে। উদ্ভিজ্জ-বস্তুর প্রধান আকর গ্রীষ্মমণ্ডল ; তথায় ধান্য, ইক্ষু, আমু, কাওয়া, নারিকেল খজুর, দারুচনি, জয়ত্রি, মরিচ, কপূর প্রভৃতি বিবিধ উপাদেয় দুৰ্য উৎপন্ন হইয়। মনুষ্যের সৃথ-স^বদ্ধন করিতেছে। তথার কোন বৃক্ষ সুপেয় বারি-প্রদান-পূৰ্ব্বক পিপাসুর তৃষ্ণ-নিবারণ করিতেছে ; কোন বৃক্ষ পুষ্টিজনক-শস্য-প্রদান-পুরঃসর ক্ষুধার শান্তি করতেছে ; কোন বৃক্ষ মপুর-ফলদ্বারা রসনা সস্তৃপ্ত করিতেছে ; কোন তরু কমনীয় পুফপদ্বারা নয়নেন্দ্রিয়ের—কেহ বা সুগন্ধদ্বারা ঘুণেন্দ্রিয়ের—স্বার্থ সাধন করিতেছে। অফরিকা-প্রদেশে, কদলী-বৃক্ষানুরূপ একপ্রকার বৃক্ষ আছে, তাহার কাণ্ড ছিদিত করিলে অনায়াসে এক

  • যে সকল বৃক্ষের ফল সিমের ন্যায় অবয়বী তাছাকে “fসমধর্মিক” শব্দে কহি । মটরশুটি, সিম, অরহর দাল, গিলা প্রভৃতি ফলোৎপাদক বুস্থ এই শ্রেণীতে নিৰ্ণীত আছে।