পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> *、や প্রাকৃত-ভূগোল । তাহা কেবল তদীয়-স্বভাব-সিদ্ধ-ধৰ্ম্ম-জ্ঞাপক , মনুষ্যকর্তৃক তাহাদের প্রতিপালন-বিষয়ের কোন উদেশ তাহাতে নাই । এতদগ্রন্থোক্ত-সীমার বহির্ভাগে অনেক স্থানে ধান্যের চাষ আছে, গ্রীষ্মমণ্ডলের কদলী-বৃক্ষ ই^লণ্ডে অনেকের উদ্যানে সুপ্রাপ্য, এব^ শীতপ্রধানদেশের পাইনজাতীয় বৃক্ষ গ্রীষ্মমণ্ডলে অপ্রাপ্য নহে; পরন্তু তৎতাবৎ মনুষ্যকর্তৃক রোপিত হইয়াছে ; ঐ সকল বিভিন্ন স্থান প্রস্তাবিত বৃক্ষ-সকলের স্বভাৱসিদ্ধ জন্মভূমি নহে। কতকগুলিন উদ্ভিদ-পদার্থ একমাত্র দেশে বৰ্ত্তমান আছে, অন্যত্র কুত্ৰাপি তাহার প্রাপ্তি হয় না। কোন ২ গুলিন অতিদূরস্থ দুই দেশে প্রাপ্য, তন্মধ্যস্থ অন্য দেশে প্রাপ্য নহে; অপর কতকগুলিন তিন চারি দেশে প্রাপ্য, অপর কতক গুলিন পৃথিবীর সকলস্থানে পাওয়া যায়। এই একদেশজায়মান, দ্বিদেশজায়মান, বা বহুদেশজায়মান বৃক্ষবর্গ কি প্রকারে ভূমণ্ডলে বিস্তুত হইয়াছে পদার্থবিদ্যাবিশারদ মহাশয়েরা এতদ্বিষয়ে অনেক তর্কবিতর্ক করিয়া তিন মত প্রচরিত করিয়াছেন । লিনিয়স সাহেব অনুন্নীল কুরেন, যে আদৌ পৃথিবীর কোন এক দেশে সমস্ত প্রাণী ও বৃক্ষবর্গের সৃষ্টি হয় ; তথাহষ্টতে ক্ৰমশঃ ভূমণ্ডলের সব্বত্রে তাহাদের বিস্তৃতি হইয়া আসিতেছে। র্তাহার মতানুসারে ঐ অজ্ঞাত-দেশ গ্রীষ্মমণ্ডলস্থ ; তাহার মধ্যে এক অতু্যচ্চ পৰ্ব্বত আছে। সেই পৰ্ব্বতের মূলাবধি-অগ্রপৰ্য্যন্ত উষ্ণতার প্রভেদে স্তরে ২ প্রথমসৃষ্ট সমস্ত পদার্থ স^স্থাপিত হয় ; পরে বায়ু জলস্রোতঃ এব^ প্রাণিদিগের সাহায্যে তাহ