পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

उँछिङछाटछ । 》及宁 স্থানান্তরিত হইয়া পৃথ্বী ব্যাপিয়াছে। কোন ২ পণ্ডিতেরা কহেন, প্রথমতঃ প্রত্যেকজাতীয় বৃক্ষ অনেক স্থানে এক কালে জন্মিয়াছিল ; পরে ঐ একাধিক আকরহইতে অন্যত্রে বিস্তৃত হয়। অপরে কহেন যে যে স্থানে যে রূপ মৃত্তিকা ও জল ও উষ্ণতা তথায় তদনুরূপ বৃক্ষণদি জন্মিয়। ভূমণ্ডলের সব্বাণশ এককালে তরুলতাদিতে সমাকীর্ণ করিয়াছে ; এক ২ স্থানে এক ২ জাতীয় বৃক্ষ জন্মিয় পরে বিস্কৃত হয় নাই। এই বিষয়ের অনুসন্ধান তাদৃশ ফলদায়ী নহে, পরন্তু দ্বিতীয়-মতপোষণার্থে যে সকল প্রমাণ প্রযুক্ত হষ্টয়া থাকে, তাহার কিঞ্চিৎ লেখার পাঠকদিগের সস্তৃপ্তি হইতে পারে। যে সকল উদ্ভিজ্জ-পদার্থের অবয়ব অতিসামান্য এবN অসম্পূর্ণ-অঙ্গ-প্রত্যঙ্গবিশিষ্ট তৎতাবৎ পৃথ্বীর অনেক স্থানে ব্যাপ্ত আছে । অব্যক্ত পুষপক * উদ্ভিজ্জ-সকল, অর্থাৎ শৈবাল কোড়ক (ছত্রক) প্রভৃতি বস্তু ভূমণ্ডলের অনেক স্থানে তুল্য। অস্ত্রেলিয়া-দ্বীপে যে সকল লাইকেন-নাম শৈবাল দৃষ্ট হইয়াছে, তাহার অধিকা^শ বিলাতে সুপ্রাপ্য । অপর ফরণ-তরুর যে একশত-জাতি তথায় প্রচরিত আছে, তন্মধ্যে ২৮ প্রকার তরু পৃথিবীর অন্যত্রে অনায়াসে পাওয়া যায় ।

  • সমস্ত উদ্ভিজ্জবগকে দুই অংশে বিভাগ করা যায় ; প্রথম, যাহাদিগের পুস্প অনায়াসে দৃষ্ট হয় ; যথা, আমু বকুলাদি ; দ্বিতীয় যাহাঁদের পুপ দৃষ্টিগোচর হয় না, যথা, শৈবালাদি । ঐ প্রথমাংশের নাম “ ব্যক্ৰপুঞ্চপক”, ও দ্বিতীয়ের নাম ** অব্যক্রপষ্ণপক ”।