পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> *、レア প্রাকৃত-ভূগোল । এক পত্রোৎপত্তিক * বৃক্ষ বহুপ্রদেশ ব্যাপিয়৷ আছে । তৃণাদি ইউরোপ ও অস্ত্রেলিয়ায় প্রায়ঃ তুল্য । মার্কিন এব^ ইউরোপ খণ্ডে তৃণ-বিষয়ে তুল্যতা আছে ; ফলতঃ তৃণ প্রায়ঃ কোড়কের (ছত্রকের ) তুল্য সৰ্ব্বত্রব্যাপি । ব্রোণ-নাম এক জন উদ্ভিজ্জবেত্ত অস্ত্রেলিয়াপ্রদেশে ৪০০ জাতীয় অব্যক্তপুযপক বৃক্ষ, ৮৬০ জাতীয় একপত্রোৎপত্তিক বৃক্ষ, এব^ ২৯০০ জাতীয় দ্বিপত্রোৎপত্তিক বৃক্ষ দেখিয়াছিলেন। ঐ তরুসকলের মধ্যে ১২০ প্রকার অব্যক্তপূক্ষপক বৃক্ষ বিলাতে স্বতঃ জন্মিয় থাকে ; ৮৬০ জাতীয় একপত্রোৎপত্তিক বৃক্ষের মধ্যে ৩০ টি জাতি বিলাতে প্রাপ্য, এব^ ২৯০০ জাতীয় দ্বিপত্রোৎপত্তিক বৃক্ষের কেবল ১৫ টি জাতি বিলাতে দৃষ্ট হয় ; অপর সকলগুলি অস্ত্রেলিয়া দ্বীপে স্বতঃ সিদ্ধ। দক্ষিণামরিকার মধ্যভাগে যে সকল দ্বিপত্রোৎপত্তিক বৃক্ষ আছে, তৎসমুদায়ই তদেশ-ভিন্ন অন্যত্র দৃষ্টিগোচর হয় না। অফরিকার মধ্যভাগের তরু-সকল ও তদনুরূপ । শেষোক্তদেশের পূৰ্ব্ব-তটে যে সকল বৃক্ষ আছে তাহা ভারতবর্ষের দক্ষিণ-তটেও সুপ্রাপ্য ; দক্ষিণামরিকার পূৰ্ব্বতটের বৃক্ষসকলের কতকগুলি অফরিকার পশ্চিমে জন্মিয়া থাকে।

  • কতকগুলিন বীজ প্রথম অঙ্কুরিত হইয়া এককালে দুইটা পত্র ধারণ করে, যথা, আমু, লিচু, পীচ, গোলাব, বেল, যুথি প্রভৃতি ; তাচাদের নাম দ্বিপত্রোৎপত্তিক। অপর কতকগুলিন বৃক্ষের বীজহইতে আদেী একটি পত্র অঙ্কুরিত হয় ও পরে এক ২ টি পত্র করিয়া প্রসরিত হয় । তাছাদের নাম একপত্রোৎপত্তিক ; নারিকেল খৰ্জ্জুর তৃণ তাল কদলীভ্যাদি এই বগের বৃক্ষ ।