পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জীল ভেদ । ‘ටූ ජ) O ভক্ষণ করে ; সুতরা^ গ্রীষ্মমণ্ডলের প্রচুর-বৃক্ষ-লতাদিবিশিষ্ট দেশে তাহাদের সম্যগ বৃদ্ধি হইয়া থাকে। তন্মণ্ডলস্থ প্রজাপতি-সকল যাদৃশ সুচারু চিত্রবিশিষ্ট, তাদৃশ আর কুত্ৰাপি সম্ভবে না। তথাকার খদ্যোতিকাসকল এক ২ সময়ে সমস্ত বনকে এমত প্রভাসিত করে যে বোধ হয়, সৰ্ব্বত্রে দাবানল প্রজ্বলিত হইয়াছে। তথায় অপর অনেক বিষাক্ত পতঙ্গাদি অাছে, যাহাতে মনুষ্যের মহদনিকট কদাপি ইষ্ট সিদ্ধও হইয়া থাকে। ভিমরুল, বোলতা, মধুমফ্ৰিকাদির নামোচ্চারণ করিলেই অানায়াসে এ বিষয় সপ্রমাণ হইতে পারে । বল্মীকদ্বারা মনুষ্যের কৗদৃশ অপকার হয়, তাহ অনেকেই জ্ঞাত আছেন। দক্ষিণামরিকার বন-মধ্যে স্থানে ২ মশকের এ প্রকার প্রাচুর্য্য যে দূরহইতে বোধ হয়, সমস্ত স্থান কোয়াসায় পরিপূর্ণ হইয়া আছে ; তথায় মনুষ্যের তিষ্ঠন অসাধ্য । হিমমণ্ডলে পতঙ্গাদি-বগীয় জীবের প্রাচুর্য্য নাই, পরন্তু তথায় তাহাদের অত্যন্তাভাবও নহে ; গ্রিনলণ্ড এব^ লাপলণ্ড দেশে গ্রীষ্মকালে একপ্রকার মশক জন্মিয়া থাকে, তাহা অত্যন্ত ক্লেশক্ষুদ। মৎস্য-বগেরও বিশেষ বাসস্থান নিদিষ্ট অাছে ; কোন মৎস্য তড়াগে, কোন মৎস্য হ্রদে, কেহ বা নদীতে, অপর কেহ সমুদ্রে জন্মিয় থাকে। এক প্রকার বাইন-মৎস্য আছে, তাহাকে স্নশ করিবণমাত্র অশ্ব- পৰ্য্যন্ত সকল পশু কল্পিত-কলেবরে ভূমিতে পড়িয়া তৎক্ষণাৎ প্রাণ-ত্যাগ করে ; তাহার অাবাস দক্ষিণামরিকার নদী, অন্যত্র কুত্ৰাপি ঐ মৎস্য প্রাপ্য নহে। ভূমধ্যসাগরে চারি