পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> <) १ প্রকৃত ভূগোল । প্রকার মৎস্য আছে, তাহাকে স্নশ করিলে দেহ কল্পিত হইয় উঠে, কিন্তু তাহাতে প্রাণহানি হয় না। হাঙ্গর গ্রীষ্মমণ্ডলে বাস করিয়া থাকে, সম বা হিম মণ্ডলে তাহার প্রচার নাই | কোন ২ মৎস্য ঋতুভেদে স্থান-পরিবর্তন করে। ইলিস এবণ তপস্বী মৎস্য সৰ্ব্বদা ভারত-সমুদ্রে বাস করিয়া থাকে, কেবল অণ্ডপ্রসবকরণ-কালে নদী-মধ্যে প্রবেশ করে । হেরি^মৎস্য হিমসমুদ্রবাসি, কিন্তু প্রতিবৎসর এক ২ বার দলবদ্ধ হইয়া সমমণ্ডলের সমুদ্রে অণ্ড-প্রসব করিতে আসিয়া থাকে, এব^ তৎকমু-সমাধা হইলে স্বস্থানে প্রত্যাবৰ্ত্তন করে। অপরাপর অনেক মৎস্য এই প্রকারে সময়ে ২ এক স্থানহক্টতে অন্যত্র যাত্রা করিয়া থাকে। উষ্ণ-দেশে, বিশেষতঃ অমরিকা-খণ্ডের উষ্ণ-স্থানে, সপাদি-বগীয় * প্রাণীর অত্যন্ত প্রচার ; শেষোক্ত স্থানে প্রতিবৎসর যৎপরোনাস্তি ভয়ঙ্কর বিষধর জন্মিয় থাকে। কুম্ভীল, ঘড়িয়াল এব° গোসাপও তথায় অনেক আছে ; তাহারা গ্রীষ্মকালে ক্রমাগত তিন চারি মাস মিয়মাণ হইয়া ন্যাদির গর্ভস্থ শুয়ু-পস্কে প্রোথিত থাকে ; বর্ষার . প্রারম্ভে বারির বর্ষণে জীবন প্রাপ্ত হইয়া স্বস্ব-নির্দিষ্ট-দেহকার্য্যে নিযুক্ত হয় ; ফলতঃ অনেক জীবের দেহ-যাত্রসম্বন্ধে শীত ও গ্রীষু উভয়েই তুল্য ; অত্যন্ত শীতে হিমমণ্ডলের অনেক জীব যে প্রকারে চারি পাচ মাস ক্রমাগত নিদ্রা যায়, অমরিকার উষ্ণতা-প্রভাবেও কুম্ভীলাদির সেই - – --- プ ** - - م. * সর্প, কুন্ডার, গোধা, টিকটিকি, কুৰ্ম, গির্গিট প্রভৃতি প্রাণী সপাদি বগের অস্তুগত । 4