পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S S) 3 প্রাকত-ভূগোল । অনেকেই জ্ঞাত অাছেন । বন্যহ০১স ও বন্যকপোতসকলও এই প্রকারে দেশ-ভুমণ করিয়া থাকে। বিলাতের বক, সারস, চাতক, প্রভৃতি পক্ষীরাও শীতকালে ই লণ্ডদেশ ত্যাগ করত কোন উষ্ণদেশে যাত্রা করে । অপরাপর জীবহই তে স্বন্যজীবী পশু প্রধান ; তাহাদিগের সূচারু কায়, সমপূর্ণ ইন্দ্রিয়, এবণ বুদ্ধিস^স্কারাদি অন্য জীবহক্টতে অনেকাংশে শ্রেষ্ঠ , অধিকন্তু ইহাদিগের স্বভাবধৰ্ম্মাদি মনুস্যদ্বারা উত্তমরূপে বিবেচিত হক্টয়াছে, অতএব তাহাদিগের আলোচনার প্রাকৃত-ভূগোলসম্বন্ধীয় প্রাণিবিদ্যার সম্পূর্ণ উপকার সম্ভলে। ঐ পশুদিগকে “ স্তন্যজীবী ’’ শব্দে কহি, কারণ ইহারণ সকলেই বাল্যাবস্থায় স্তন-পানদ্বারা পোলিত হয় । মনুষ্য ইহাদিগের মধ্যে প্রধান। বানর, হস্তী, সিংহ, ব্যাঘু, খড়গ্ৰী প্রভৃতি প্রধান ২ পশুও ঐ স্তন্যজীবি দিণের অন্তর্গত । অশ্ব, গদভ, কুকুর, গো, মেষ, ছাগ, শূকর, এবণ বিড়াল গৃহপালিত-পশুর মধ্যে গণ্য ; তাহারণ মনুষ্যের সহবাসী ; মনুষ্যের সহিত পৃথিবীর সব্বত্র ব্যাপ্ত হইয়াছেJ, মে ২ স্থানে মনুম্যের সমাগম আছে, তথায়ই ঐসকল পশু অনায়াস-প্রাপ্য ; কেবল গদভ অত্যন্ত-শীতল-স্থানে অবস্থান করিতে পারে না ; ঈষদগ্রীষ্ম স্থানেই তাহাদিগের প্রাদুর্ভাব। অশ্বের আদি জন্মভূমি আশিয়া-খণ্ডের মধ্যদেশ ; তথাহইতে এই ক্ষণে ঐ মহদুপকারি পশু ভূমণ্ডলের সৰ্ব্বত্র ব্যাপিয়াছে। তিন শত বর্ষ হইল স্লেনায় মনুষ্যেরা তাহাকে দক্ষিণামরিকায় নাত করে ; তদবধি তথায় তাহার অত্যন্ত বৃদ্ধি