পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

'Ᏹ ©ᏏᎹ थांक्लष्ट-छूभाल । দক্ষিণামরিকায় প্লামা পশুও পৰ্ব্বতপ্রিয়, এব^ গ্রীষ্মকালে তাহারা অাণ্ডিস পৰ্ব্বতের চিরনীহারের সীমার নিকট নিবাস করে। উষ্ট্র মরুভূমিতে স্বচ্ছন্দে কালযাপন করিয়া থাকে ; তৃণপূর্ণ নদীমুখাগ্ৰস্থভূমিতে মাত হইলে পীড়িত হয়। অন্যান্য পশুপক্ষি-সম্বন্ধেও স্বদেশ-বিদেশের নিয়ম উত্তমরূপে প্রচারিত আছে ; ফলতঃ জগৎ-কৰ্ত্তা প্রত্যেক-দেশের প্রাকৃত-ধৰ্ম্মানুসারে বিশেষ২ জীব নিদিষ্ট করিয়াছেন ; তদেশ বা তদনুরূপ প্রাকৃত-ধৰ্ম্মবিশিষ্ট দেশভিন্ন অন্যত্র তত্ত্বৎ জীব নিৰ্ব্বিঘুে দেহযাত্রা নিৰ্ব্বাহ করিতে পারে না। অাদেী জীবসকল এক স্থানে উৎপন্ন হইয়া, পরে পৃথিবীর সৰ্ব্বত্র ব্যাপিয়াছে, অথবা এক কালে অনেক স্থানে উৎপন্ন হইয়াছিল, এবিষয়ে প্রাণিতত্ত্বজ্ঞেরা অনেক তকবিতর্ক করিয়া থাকেন, কিন্তু এই গ্রন্থে তাহার বাহুল্য-প্রচার করায় ফলাভাব। বৃক্ষের প্রচার-বিষয়ে যে মীমাণসী হইয়াছে, * বোধ হয়, জীব-বিষয়েও তাহাই সম্ভাবনীয় ; এক ২ দেশে এক ২ বিশেষ পন্থর প্রচার দৃস্টে ইহার অন্যথা মনোনীত হয় না । অধুনা পৃথিবীর স্থানে , যে সকল পশু নির্দিষ্ট আছে পূৰ্ব্বে তাহার অন্যথা ছিল। অনেক শীতল স্থানে হস্ত্যাদি গ্রীষ্ম-মণ্ডলীয় পশুর অস্থি প্রাপ্ত হওয়া গিয়াছে; তদুষ্টে ল্পষ্ট বোধ হয় যে পূৰ্ব্বকালে ঐ সকল স্থান অতি উষ্ণ ছিল, অথবা ঐ পস্তর তৎকালে অনায়াসে অত্যন্ত শীত সহ্য করিতে পারিত। ঐ অস্থিসকল এই ক্ষণে পাষাণ হইয়া

  • ১২৮ পৃষ্ঠে দেখ।