পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনুস্যভেদ। > 8 ○ লক্ষণদ্বার অন্য পদার্থহইতে পৃথক হয়। পশু, পক্ষী মৎস্য, পতঙ্গাদি যে ২ লক্ষণ-সাম্যত্বে জীব-শব্দের বাচ্য হয়, তাহাকে সামান্য লক্ষণ কহি ; তথা যে ২ লক্ষণে তাহার পরল্পর পৃথক হয়, তাহা তাহাদিগের বিশেষ লক্ষণ । অপর পশুসকলেরও তাবয়ব-ভেদে সামান্য ও বিশেষ লক্ষণ আছে ; বিড়াল, মৃগ, মেষ, সকলেই পশু, অথচ তাহার। স্বতন্ত্র বটে ; তথা মৃগ, মেসাদিরও পূৰ্ব্ববৎ সামান্য ও বিশেষ লক্ষণ সন্তালনায় ; এই লক্ষণদ্বয়কে নৈয়ায়িকের “ পর-সামান্য ” ও “ অপর-সামান্য ” শব্দে বিধান করেন। প্রাণি-তত্ত্বজ্ঞেরা ব্যবহার সৌলভার্থে জীব-প্রভেদBBBBB SBBB S SSKKSS S S BBBS S BBBS BBBS “বর্ণ ” ইত্যাদি শব্দের ব্যবহার করিয়া থাকেন। পশু, পক্ষি, মৎস্যাদির বিশেষ ২ লক্ষণানুসারে তাহাদিগকে বিভিন্ন-করণার্থে “বগ” শবদ ব্যবহৃত হয় ; যথা,পশুবগ, পক্ষিবগ, মৎস্যবগ, ইত্যাদি । পশুবগমধ্যে কতকগুলি জীব রোমস্থন করে অর্থাৎ ভূক্তবস্তু উদৗরণ করত পুনশ্চন্দ্বর্ণ করে ; যথা, গো, মহিষ, মেষাদি ; কতকগুলি মা^স ভক্ষণ করিয়া দেহযাত্রা নিৰ্ব্বাহ করে ; যথা, ব্যাঘু, কুকুর, ভলুকাদি ; কতকগুলির দেহ অতি-স্থূলচৰ্ম্মে আবৃত ; যথা, হস্তী, অশ্ব, শূকরাদি —ঐ সকল প্রভেদ-জ্ঞাপনার্থে “ গণ ” শব্দের ব্যবহার করি ; যথা, রোমন্থিকগণ, মাণসাদগণ, স্থূলচৰ্ম্মিগণ, ইত্যাদি । অপর ঐ প্রত্যেকগণের অবান্তর-ভেদ-নিরূপণার্থে “ শ্রেণী ’’ শব্দ ব্যবহৃত হয়। রোমন্থিকগণ-মধ্যে ' গো, মেষ, ছাগ, মৃগ প্রভৃতি পশু পরিগণিত আছে ; অতএব তাহাদিগের প্রত্যেকে এক ২ শ্রেণি-কারক ; যথা,