পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> 8 や দেশ-ভেদে মনুষ্য-ম্ভেদ । জগৎ নরসমাকীর্ণ হইয়াছে । প্রস্তাবিত শাস্ত্র ও তদনুগামিরা কহেন, যে মনুষ্যের কায়িক ও মানসিক ভিন্নতার প্রধান কারণ দেশের প্রাকৃত-ধৰ্ম্ম, দেশাচার এব^ ধৰ্ম্মচর্য্য। তম্ভেদের সহযোগি; কিন্তু আদিম-সৃষ্টি-সময়ে তাহাদিগের কোন প্রভেদ ছিল না । যাহার এই মতানুযায়ি নহেন, তাহারণ কহেন, ব্ৰহ্মদেশের জল-বায়ুর ক্রমে ইরাণের সুন্দরকায় পুরুষের থেবড় মুখবিশিষ্ট, ও অফরিকা-দেশের রৌদ্রব্রুমে কাফরি, হওয়া সম্ভাবনীয় নহে । দৈশিক-প্রাকৃত-ধৰ্ম্মভেদে রৌদ্র-পীড়াদির বাহুল্য বা অল্পতায় বর্ণের ও স্থূলতার প্রভেদ হইতে পারে : কিন্তু তাহাতে আকৃতির বৈলক্ষণ্য সম্ভবে না ; তদ্বার। সুন্দর-নাসিকাবিশিষ্ট পুরুষ কি প্রকারে র্যাদা হইতে পারে ? প্রথমপক্ষীয় ব্যক্তিরা ইহার প্রত্যুত্তরে কহেন, বহুকালে প্রাকৃত-ধৰ্ম্ম-প্রভাবে ঐ ঘটনা অসম্ভব নহে : কিন্তু ফলতঃ কোন পক্ষেরই মত উত্তমরূপে সব্যবস্থ হয় নাই, সুতরাং এই ক্ষুদ্র-গ্রন্থে তাহার বাহুল্য-বর্ণন না করিয়া পৃথিবীর স্থান-ভেদে যে সকল পৃথক ২ জাতীয় বা বর্ণীয় মনুষ্য দৃষ্ট হইয়াছে, তাহার যৎকিঞ্চিৎ বিবরণ লেখাই বিধেয় । ব্লুমেনকে সাহেব, মনুষ্যজাতিকে প্রধান পঞ্চ বর্ণে বিভক্ত করিয়াছেন ; তদন্তথা : ১, কৃাকৃশ্যস অর্থাৎ কাল্পীয় এব^ কৃষ্ণ-হুদের মধ্যগত ক্লকৃশ্যস-নামক পৰ্ব্বতীয় বর্ণ ; ২, মেীগল, অর্থাৎ উত্তর-তাতারদেশীয় মোগলনামে থ্যাত বৰ্ণ ; ৩, আমরিক, অর্থাৎ অমরিকা-দেশজবর্ণ । ৪, আক্ষরিক, অর্থাৎ অফরিকা-দেশসস্তুত কাফরি বর্ণ, ৫,