পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃত-ভূগোল। * 8 S ৩। আমরিক । এই বর্ণ অনেক লক্ষণে মোগল-বর্ণের তুল্য; কিন্তু ইহাদিগের তামুবর্ণ ও সুব্যক্ত মুখাবয়বদ্বারা ইহার মোগলহক্টতে প্রভিন্ন হয় । এস্কুইম ব্যতীত আমরিকার সকল প্রাচীন বর্ণ এই বর্ণের অন্তঃপাতি । ইহাদিগের অনেকেই গৃহে বাসাদিরূপ সভ্যতার ফলভোগাপেক্ষায় মৃগয়াদ্বারা কালযাপন অভিমত জানিয়া তদ্রুপেই দিনপাত করিয়া থাকে। মেকসিকো এব^ পিরুদেশ-বাসির এই বর্ণের উত্তম সভ্য। ৪। আফরিক । আফরিকা-দেশজ ব্যক্তিরা কৃষ্ণবর্ণ, ক্ষুদ্রচক্ষু, র্যাদানাসিকা, দীর্ঘহনু, স্থূলওষ্ঠাধর, অপ্রশস্ত, পশ্চান্নত ললাট, কোকড়া-লোমের ন্যায় কৃষ্ণকুঞ্চিত ও বিরল কেশ, এবণ অন্যান্য কায়িক কুচিহ্নদ্বারা বহুকাল খ্যাত অাছে। ইহাদিগের ব^শ যে ২ স্থানে আছে তাহারণ সকলেই এই লক্ষণাক্রান্ত; এবণ সকলেই বুদ্ধি ও বিদ্যা বিষয়ে অপটু, ও সভ্যতাপূৰ্ব্বক নিয়মমত বাস করিতেও অক্ষম। ৫ । মালয়ীন। মালাই বর্ণ এই বর্ণের প্রধান ব্যক্তি । নুতন-হলণ্ড প্রভৃতি অনেক উপদ্বীপ-বাসী ব্যক্তিরা এই বর্ণমধ্যে পরিগণিত হয় ; কিন্তু ইহাদিগের লক্ষণ,সকল পরল্পর অনৈক্য, এব^ ঐ সকল অসভ্য বর্ণদিগের প্রত্যেকের বিবরণ এই স্থলে বিবৃত করা আমাদিগর উদ্দেশ্য নহে | যদিচ মনুষ্যজাতি সভ্যতার ভিন্ন ২ সোপানে সমারূঢ় হইয়াছে, তথাপি তাহার) পৃথিবীস্থ অন্য সকল প্রাণিহক্টতে আপনাদের উৎকৃষ্টত্ব সম্পস্থাপিত করিয়া আসিতেছে । মনোগতভাব বাক্যদ্বারা অন্যকে জ্ঞাত