পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

У Q o দেশ-ভেদে মনুষ্য-ভেদ। করিবার ক্ষমতা এবণ বিচার-শক্তি মনুষ্য ভিন্ন কোন প্রাণির নাই । অপর একত্রে বাসাদিরূপ-সভ্যতার ফলও মনুষ্য ব্যতীত কোন প্রাণী সমপূর্ণরূপে ভোগ করিতে পারে না ; তথা স্ব ২ পরীক্ষাদ্বারণ উপলব্ধ জ্ঞান স্ব ২ পুত্রপৌত্ৰাদিকে প্রদান করাও মনুম্যেরই অসাধারণ ধৰ্ম্ম। এই সকল অসামান্য শক্তিদ্বারা, বিশেষতঃ সমুদায়ভূক্ত থাকিয়া, মনুষ্য পশুসকলকে আপনাদের অধীনে ও ব্যবহারে আনিয়া তাহাদিগের উপর প্রভূত্ব স্থির রাথিয়াছে। অধিকন্তু, মনুষ্য এতৎক্ষমতাদ্বারাই স্বভাবতঃ দুৰ্ব্বল ও কঠোর শীত গ্রীষ্ম সহ করিতে অক্ষম হইয়াও পরীক্ষা-প্রকটিত-উপায়-সহকারে সকল আপদ তুচ্ছ করিয়া পৃথিবীর সকল স্থানে আধিপত্য করিতেছে। পশুর স্বাভাবিক স°Nস্কার অর্থাৎ পরীক্ষাদ্বারা আনঞ্জিত স্বভাব-দত্ত জ্ঞান-শক্তি-সহকারে অাপন ২ দেহযাত্রা নিৰ্ব্বাহ করে । মনুষ্য স্বাভাবিক-স^স্কারের অধীন নহে; এব^ ঐ জ্ঞানও মনুষ্যেতে উত্তমরূপে ব্যক্ত হয় না। মনুষ্যের জ্ঞান, শিক্ষণ ও পরীক্ষার ফল। পরের শিক্ষাদ্বারা প্রাপ্ত কিম্বা আপনার পরীক্ষাদ্বারা অজিত ভিন্ন অন্যোপায়ে মনুষ্য কিছুমাত্র জানিতে পারে না । পরন্তু ভামা ও লিপিদ্বারা এক-কালিক-ব্যক্তির প্রকাশিত সুনিয়ম-সকল উত্তর ২ ব্যক্তির অনায়াসে জানিতে পারিবায় পরীক্ষণ না করিয়া তত্তন্নিয়মের ফলভোগ করিতে সক্ষম হওয়াতে ক্রমশঃ সভ্যতার উন্নতি অতি উত্তমরূপে হইতেছে । পশুরা কেবল স্বাভাবিক স^স্কার দ্বারা চালিত হইবাতে ও স্ব ২ পরীক্ষার ফল