পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃত-ভূগোল । S. Go ? প্রচার করিতে অক্ষম হওয়াতে তাহাদিগের বুদ্ধির হ্রাস বুদ্ধি হয় না। প্রথম ব্যাক মৌমাছি যে প্রকার নিপুণতার সহিত চাক বানাইয়াছিল, এইক্ষণকার মৌমাছিরাও তাহাহইতে অধিক নৈপুণ্য-প্রকাশ করে না । ঐ , নৈপুণ্যও তাহাদের পরীক্ষার ফল নহে —শুদ্ধ স্বভাব-দত্ত জ্ঞান। পরীক্ষার ফল হইলে তাহার ক্রমশঃ উন্নতি পাচত , তাহা না হইয়া মৌচাকের দোষ গুণ পূৰ্ব্বাপর সমভাবে অাছে। মনুষ্যের রীতি তদ্রুপ নহে। দেখ, প্রাচীন অসভ্য ব্রাটনদিগের কুটীরহইতে এইক্ষণকার সভ্য ই^রণজদিগের অট্টালিকা কত সহসুগুণে উত্তম ! মনুষ্য সৰ্ব্বত্র উন্নতৗচ্ছক হইবাতে স্থানভেদে সভ্যতার তারতম্য হইয়াছে। আদৌ মনুস্য বনে মৃগয়াদ্বার মা^স ও তত্ৰত্য বৃক্ষের ফল আহরণ করিয়া তদবলম্বনেষ্ট কাল-যাপন করে ; এব° সৰ্ব্বদা পশুঅন্বেষণে ব্যস্ত থাকিয়া আপন ২ অপত্যদিগকে শিক্ষণদিবার ও বিদ্যাদি-অনুশীলন-করিবার সময়াভাব-প্রযুক্ত তৎকৰ্ম্মে মনোযোগ করে না । আপনারাও যৎসামান্য কুটার ও দ্রোণী নিৰ্ম্মাণ ভিন্ন অন্য কোন শিল্প-কৰ্ম্মশিক্ষণ, কিম্বা পরিচ্ছদ-কারণ পশু-চৰ্ম্ম এবণ বলকল ভিন্ন অন্য কোন বস্তু প্রস্তুত করে না। তৎপরে গো, আশ্ব ও মেষণদিকে প্রাপ্ত হক্টলে তাহাদিগের দুগ্ধে ও মা^সে অক্লেশে পোষণ হইবায় এব°N তাহাদিগকে চারণ করিতেও অধিক কাল ব্যয় ন হইবায় মনুষ্যের যথেষ্ট অবকাশ হয়। ঐ অবকাশে স্বভাবতঃ কৰ্ম্মেছ্‌