পাতা:প্রাকৃত ভূগোল.djvu/১৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাকৃত-ভূগোল । *め○ ○ অঙ্কুর উৎপন্ন হয়, এবং পরে পরে বাণিজ্যের বৃদ্ধিতে এক দেশের বস্তু অন্যদেশে চালনা কারণ বৃহন্নৌকাদি প্রস্তুত, ও তাহাকে চালনা কারণ জল, বায়ু, নদী, সমুদ্র, আকাশ, নক্ষত্রাদির স্বভাব, গতি ও অধৰ্ম্মাদির অনুসন্ধান, তথা পরল্পর সুশীলতা ও নমুত ও শিষ্টতা ও সৌজন্যপ্রকাশ, তথা বুদ্ধি ও জ্ঞান ও বিদ্যাদির আলোচনা, করিতে যাহাদিগের যে প্রকার আগ্রহ হইয়াছে তাহারা তদ্রুপ সভ্যতা ও স্বচ্ছন্দতা ও সুখভোগ করিতেছে। 专仓山