পাতা:প্রাকৃত ভূগোল.djvu/২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকম্প । እ ዓ বিশেষ পৃথ্বীর অন্তর্ভাগে নিহিত আছে , তাহাতে জলপ্পর্শ হইলেই অগ্নির উৎপত্তি হয় ; ও সেই অগ্নি তত্ৰত্য প্রস্তর-মৃত্তিকাদি পদার্থ দুব করে ; এব^ ঐ দুব পদার্থসমস্ত বিস্তারিত ও পরল্পর ঘর্ষিত ও বিলোড়িত হইয়া ভূমিকে কল্পিত করে, ও স্থানে ২ প্রস্ফুটিত হইয়া আগ্নেয় গিরির উৎপাদন করে। লৌহচূর্ণ ও গন্ধক যৎকিঞ্চিৎ জলের সহিত মিশ্রিত করত মৃত্তিকামধ্যে প্রোথিত করিয়া রাগিলে, অল্প ক্ষণ-মধ্যে সেই পদার্থের প্রস্ফোট হইয়া তত্রত্য চতুৰ্দিগৱৰ্ত্তি ভূমিকে কল্পিত করে। এই ঘটনাদৃষ্টে কোন২ রসায়নবেত্তা কল্পনা করেন যে গন্ধক-মিশ্রিত লৌহের খনিতে জল নিপতিত হইলে প্রস্তাবিত উপদুব সমুৎপন্ন হয়। এই কারণ-সকলই অনেকা^শে সঙ্গত বোধ হয় | আগ্নেয়গিরি ও ভূমিকম্নের সহিত, গন্ধক মৃদবৗজাদি দাহ্য-পদার্থের ও জল ও আমির পরল্পর নৈকট্যসম্বন্ধ আছে ইহা স্লষ্ট প্রতীতি হইতেছে, এব^ তদ্বারা অনেক ভূমিকল্প ঘটিয়া থাকে ইহাও অবশ্য স্বীকার করিতে হইবে। পরন্তু তাহার পূৰ্ব্বাপর ইতিবৃত্ত সপ্রমাণ বর্ণন করা অধুনা দুষ্কর ; এব^ তদ্বারাই যে পৃথিবীর সমস্ত পৰ্ব্বত সৃষ্ট হইয়াছে সম্রতি ইহাও আমাদিগের বক্তব্য নহে। এই পরম-রহস্য-ব্যাপারের লক্ষণ-ধৰ্ম্মাদির আদ্যন্ত অদ্যাপি যথাযোগjরপে অনুসন্ধিত হয় নাই ; এবণ যাবৎ তৎকার্য্য উত্তমরূপে সমুন্ন না হয় তাবৎ প্রস্তাবিতবিষয়ে পদার্থ-বিদ্যাব্যবসায়িদিগকে অজ্ঞতা স্বীকার করিতে হইবে । বঙ্গদেশে ভূমিকম্নের প্রাদুর্ভাব নাই ; সুতরা^ এতদে