পাতা:প্রাকৃত ভূগোল.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকম্প । సిమె ইপ, কোপিয়াপেন, বালপারাসিও এব^ শান্তিয়াগো নগর-সকলও গত ১৫০ বৎসরের মধ্যে ঐ কারণে বিনষ্ট হক্টয়াছে। চিলি-দেশে কন্সেপশন নগর ১২০ বৎসরের মধ্যে ভূমিকমে তিন বার উৎসন্ন হইয়াছে। এই উপদুব-সময়ে যে কেবল গৃহাদি বিনষ্ট হয় এমত নহে ; নগরাদির ভূভাগ-পৰ্য্যন্ত ওতপ্লোত হইয় পড়ে। পৃথিবী স্থানে ২ ফুটিত হয় ; প্রাচীন জলোৎস-সকল বিলুপ্ত হয় ; নূতন স্থানহইতে উৎস নির্গত হয় ; প্রান্তক ফুটিত স্থানহক্টতে জল, বাল্প, কদম, ধূম, ধাতু নিসুবাদি পদার্থ অতি দূরে নিক্ষিপ্ত হয় । কথিত আছে, ১৮৩৯ স^বৎসরে কালারিয়া-দেশে যে ভূমিকম্ন হইয়াছিল তাহাতে কএক ক্ষুদ্র পৰ্ব্বত সঞ্চালিত হইয় স্থানান্তরস্থ হইয়াছিল। এ কথা কি-পৰ্য্যন্ত সত্য তাহা আমরা জ্ঞাত নহি । পরন্তু গত-বি^শতি-বৎসর-মধ্যে চিলি-দেশের পশ্চিম-পাশ্বস্থ সমুদ্র-তটের যে পুনঃ ২ অবস্থাভেদ হইয়াছে ইহাতে কোন সন্দেহ নাই | ই-\রাজি ১৮২২ অবেদ উক্ত দেশের বালপারাসিও নগরের উত্তরে ২৫ ক্রোশ ভূমি দুই হস্ত উৰ্দ্ধে উৎক্ষিপ্ত হইয়াছিল। অপর তাহার তিন বৎসর পরে সেণ্ট-মারিয়া-দ্বীপ জল-সীমাহইতে ৬ হস্ত উৰ্দ্ধে উৎক্ষিপ্ত হইয়াছিল ; এব^ তাহার চতুদিগবৰ্ত্তি জলের গভীরতা তদনুসারে হ্রাস হয়। সিন্ধু-নদীর প্রাচ্য-শাখায় পূৰ্ব্বকালে একফুট-পরিমিত জল থাকিত ; ৩৪ বৎসর হইল কচ্ছদেশে যে ভয়ানক ভূমিকম্ন হয়, তাহাতে ঐ নদীর গর্ভ ২০ ফুট নিমগ্ন হইয়া যায়, সুতরা^ তদবধি তত্ৰত জল বিণশতি ফুট