পাতা:প্রাকৃত ভূগোল.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকম্প । २. * হষ্টয়াছিল। এই ক্ষেত্রবিপ্লবনে এক ২ জনের অধিকারস্থ ভূমি অন্যের অধিকারে উৎক্ষিপ্ত হওয়াতে অনেক বিবাদ বিসম্বাদ ও রাজদ্বারে অভিয়োগাদি উপস্থিত হইয়াছিল । ক্ষেীণী-বিদ্যা-বিশারদ মহাশয়ের পরীক্ষাদ্বারা স্থির করিয়াছেন, ভূমির কল্পন তিন প্রকার হইয়া থাকে। প্রথম, উৎক্ষিপ্ত-কল্পন। ইহার ঘটন-সময়ে, বোধ হয় যেন ভূমি উদ্বে উৎক্ষিপ্ত হইল। স°বৎ ১৮৫৩ অব্দে যে ভূমিকম্লে রিওবাম্বা-নগর নষ্ট হয়, তাহ এই প্রকার । তদ্বারা পৰ্ব্বত-মূল-স্থিত গ্রামের মনুষ্য-পশ্বাদি পৰ্ব্বতোপরি উৎক্ষিপ্ত হইয়াছিল। দ্বিতীয়, সমভূম্যনুসারি বা উৰ্ম্মিৰৎ কল্পন। তদ্বারা ভূমি-জল-তরঙ্গের ন্যায় বিচলিত হয় ; সামান্য ভূমিকম্ন প্রায়ঃ এই প্রকারেই হইয় থাকে। তৃতীয়, ঘূর্ণিত বা অদ্ধযুণিত কল্পন। ইহা অত্যন্ত ভয়ানক। এতদ্বারা গৃহ, বৃক্ষ, ক্ষেত্রাদির স্থানপরিবর্তন হইয়া যায়। লিসবন ও কালারিয়ার ভূমিকম্ন এবঘ্নকারে হইয়াছিল। ভূমিকম্নের গতি সৰ্ব্বদা সম প্রকার হয় না। তড়াগাদির স্থির জলে লোষ্ট নিক্ষেপ করিলে তরঙ্গমণ্ডল যে প্রকা রে সব্বত্র সমভাবে বিস্তৃত হয়, ভূমিকম্নও প্রায় তদ্রুপ বিস্তৃত হইয় থাকে ; কদাপি ঐ মণ্ডল-গতি অণ্ডাকারে ব্যক্ত হয় । অপর কোন ২ ভূমিকম্ন তদ্রুপ না হইয়। এক দিগে অগ্রগামী হয়। একাদশ বর্ষ হইল গোয়াডুলুপ প্রদেশে যে ভূমি-কন্ন হয় তাহ প্রস্থে ৩০ বা ৩৫ ক্রোশ স্থান ব্যাপিয়া দীঘে ক্ৰমাগত দুই সহসু ক্রোশ স্থান অগ্রগামী হইয়াছিল।