পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ 8 প্রাকৃত-ভূগোল । হয় ; তাহার নাম ‘নবগিরি ’ । পূৰ্ব্বে তৎপ্রদেশে মধ্যে মধ্যে ভূমিকম্ন হইত ; পরে উক্ত বৎসর ২৭ সে ও ২৮ সে সেপটেম্বরে ২০ ঘণ্টার মধ্যে অনুন ২০ বার ভূমিকম্ন হয়। পরদিবস সূৰ্য্যাস্তের দুই ঘণ্ট। পরে এক বৃহদ গহ্বর উৎপন্ন হইয় প্রস্তুর, ধাতু-নিসুর, জল-সম্বলিত ভস্ম ও অগ্নিশিখা নির্গত হইতে লাগিল। নেপলস নগরে রাশি রাশি ভস্ম অগসিয়া পতিত হইল, এবণ পিউজোলি নামে যে এক নগর নিকটে ছিল, তন্নিলাসিরা তাহা পরিত্যাগ করিয়া পলায়ন করিল। ঐ প্রদেশ সমুদ্রের সন্নিকট, একারণ তাহার তট উচ্চ হইয়া উঠিল, এবণ তট হইতে কিয়দূর-পৰ্য্যন্ত সমুদ্রের জলও শুষ্ক হইল । এই পৰ্ব্বত ২১৩ হাত উচ্চ এবণ ইহার শিখরদেশস্থ গহ্বর ২৮০ হাত গভীর ”। (তত্ত্ববোধিনী পত্রিকা; বৈশাখ, ১৭৭৪ শক ।) কয়েক বৎসর হইল অমরিকা থণ্ডে মেক্লিকো-দেশের প্রান্তভাগে এক বিস্তৃত তৃণক্ষেত্রের মধ্যে “জরুলো ” নামে প্রসিদ্ধ এক আগ্নেয়-গিরি উক্ত প্রকারে হঠাৎ উৎপন্ন হইয়াছিল, তাহ বিশশত্যধিক-একাদশশত হস্ত উচ্চ। সমুদ্রগর্ভে এতদ্রুপ আগ্নেয় পৰ্ব্বত পুনঃ ২ উৎপন্ন হইয়া থাকে। আগ্নেয়-পৰ্ব্বতের লক্ষণ যে প্রকার বর্ণিত হইল, ইহাতে স্লষ্ট প্রতীতি হইবে, তাহার আদি ঘটনা ভূমিকম্ন ; এবং সেই ভূমিকম্বদ্বারা পৃথিবীর এক দেশ স্ফুট না হইলে আগ্নেয়-গিরির সম্ভব হয় না ; ফলতঃ আগ্নেয়-গিরিমাত্রেই এক বা ততোধিক স্ফুট স্থান আছে। তাহাকে আগ্নেয়-গিরির গহ্বর শব্দে কহি । এই গহ্বর মাত্রই