পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२. ७ প্রাকৃত-ভূগোল | দেখায়, ঘণ্টায় ১,২০০ বার করিয়া এষ্ট প্রকার ভয়ঙ্কর কাণ্ড ঘটিতে লাগিল।’ আর তিনি ধাতু-নিসুৰ ও তদানুষঙ্গিক ব্যাপার দেখিয়া এই রূপ লিথিয়াছেন, যে “ এই সমুদায় অগ্নিময়ী নদী স্থানে স্থানে ঘোরতর অন্ধকার, কোন কোন স্থানে অত্যন্ত্র আলোক দ্বারা নানাবিধ কাল্পনিক আকার প্রকার প্রকাশ, অতিশয় ভীষণ শব্দ ও প্রচণ্ডবেগে বস্তু বিনিগমন, এই সমস্ত ব্যাপার আমি কখনও বিস্মৃত হইব না। এ সকল ভয়ঙ্কর কাণ্ড আমার যে প্রকার হৃদয়ঙ্গম হইয়াছিল, তাহা চিত্তক্ষেত্রহষ্টতে কোনক্রমে আপনীত হইবার নহে।” (তত্ত্ববোধিনী পত্রিকা; বৈশাখ ১৭৪৪ ; ৪ পত্র । ) আগ্নেয় গিরির অাদি কারণ যাহা উল্লিখিত হক্টয়াছে, তাহাতে জলক্ট মুখ্যরূপে গণ্য হইয়াছে : অগ্ন্যুৎপাত-সময়ে আগ্নেয়গিরির গহ্বরহষ্টতে তজ্জাত বাল্প যে সৰ্ব্বাগ্রে উত্থিত হইবে ইহা অাশ্চর্য্য নহে। পৃথিবীর পৃষ্ঠহইতে কিয়দূর নিম্নে জল প্রবাহিত হইতেছে, ইহা প্রমাণসাধ্য; এব^ হ্মেণ্যন্তরস্থ দাহ্য-বস্তুর সহিত সেই জলের সপল্পষ্ট হওয়াও দুষ্কর নহে। অপর, ভূমিকম্নদ্বারা পৃথিবীর কোন ২ স্থান স্ফুট হইয় থাকে; সেই স্কুটস্থান দিয়া পৃথিবীর অন্তর্ভাগে জল প্রবিষ্ট হইতে পারে। উচ্চ আয়েয় গিরির উৎপাত-সময়ে তচ্ছিখরস্থ বরফ দুব হইয়া অনেক জলের উৎপত্তি করে। কোটাপাত্নী পৰ্ব্বতের অগ্ন্যুৎপাত-সময়ে তত্রত বরফ দুব হইয়া । এতাদৃশ প্রভূত জল প্রবাহিত হয় যে তদ্বারা তাহার । নিকটবৰ্ত্তি-নগর-সকল একেবারে প্লাবিত হইয়া যায়।