পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ն Ե* প্রাকৃত ভূগোল । তের উৎপত্তি-বিষয় পূৰ্ব্বেই উক্ত হইয়াছে। ২২ বৎসর হইল এক-শত-ধনু-গভীর-সমুদ্র-গর্ভ-মধ্যে এক অমুখপাত হয় ; তাহাতে এতাদৃশ প্রভূত-ভস্মরাশি নির্গত হইয়াছিল, যে জলসীমাহইতে ৬৩ হস্ত উচ্চ ও ২১৬০ হস্ত-পরিধি-পরিমিত এক দ্বীপ উৎপন্ন হয় । এক বৎসর কাল মধ্যে ঐ ভস্মরাশির অধিকাংশই ধৌত হইয়া যায় , , পরন্তু অদ্যাপি সে স্থানে এক চর অর্থাৎ চড়া আছে । ১৭৯৩ স^বৎসরে লিসুবিয়স-পৰ্ব্বতহইতে যে গলিত প্রস্তুর নির্গত হইয়াছিল তাহার পরিমাণ,৩,৩৫,৮৭.০৫৮ চতুরসু ফুট । তৎপরে ১৮৫০ স^বৎসরে ৪,৬০,৯৮,৭৬৬ চতুরসু ফুট পরিমিত গলিত প্রস্তর সেই পৰ্ব্বতহষ্টতে নির্গত হয় । সPবৎ ১৭২৫ অব্দে এটনা-পৰ্ব্বতহক্টতে ৯,৩৮৩৮,৯৫০-ফুট-পরিমিত দ্রবীভূত প্রস্তর এক কালে বিনিগত হয । ঐ পদার্থ কলিকাতা নগরোপরি নিপতিত হইলে এই নগর অনায়াসে ২৫ হস্ত প্রস্তুরের নিম্নে অবস্থিত হইত। আইসলাণ্ড দ্বীপের স্কাপ্টা-জোকল গিরি হইতে এককালে এত গলিত প্রস্তর নির্গত হইয়াছিল, যে তাহাতে উক্ত গিরির এক দিগে ৭ ক্রোশ প্রস্ত ও ২৫ ক্রোশ দীঘ ও শত হস্তাবধি ৪০০ হস্ত গভীর, ও অপর পাশ্বে ৪ ক্রোশ প্রস্থ ও ২৫ ক্রোশ দীর্ঘ ও পূৰ্ব্বৰৎ গভীর, গলিত-প্রস্তর-পূর্ণ দুই নদী উৎপন্ন হইয়াছিল । ঐ পদার্থে কলিকাতাহইতে নবদ্বীপ অবধি সমস্ত স্থান ৫০ হস্ত স্থূল প্রস্বরে প্রোথিত হইত। সকল আগ্নেয় গিরিতে প্রস্তর সমভাবে দুৰ হয় না। প্রস্তরের জাতিভেদেও গিরি-গহ্বরস্থ অগ্নির উত্তাপানুসারে,