পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S) o প্রাকৃত-ভূগোল । স্থানে বৰ্ত্তমান আছে। যে সকল আগ্নেয় গিরি প্রজ্বলিত আছে, বা মধ্যে ২ প্রজ্বলিত হইয় থাকে, তাহার সমষ্টি ২৭০। এই ২৭০ টা পৰ্ব্বতের অধিকাংশ স্থৗরসমুদ্রের দ্বীপ-সকলে স্থিত। এক জাবা দ্বীপে ৫৮ টা আগ্নেয় গিরি নির্ণীত হইয়াছে ; তাহার ১৭ টা মধ্যে ২ প্রজলিত হইয়া থাকে। অাসিয়া-খণ্ডে প্রজ্বলিত অাগ্নেয় গিরি প্রায়ঃ নাই ; কেবল তাতার-দেশের থিচন পৰ্ব্বত মধ্যে ২ প্রজ্বলিত হইয়া থাকে । যষ্ঠ প্রকরণ। সোতোদ্বারা ভূমির হ্রাস বৃদ্ধি। 雞 어 -প্রকরণ দ্বয়ে ভূমির অকস্মাৎ আকৃতি ভেইষ্ট e ই দের প্রসঙ্গ হইয়াছে ; অধুনা ভূমির স্থানে ২ ဂ္ယီအင္းႏိုင္ဆို ক্রমাগত অবিশ্রামে যে সকল পরিবত্ত্বন হইতেছে তাহার স ক্ষেপ বিবরণ লেখিতব্য । প্রস্তাবিত ঘটনার এক প্রধান কারণ সোতো-জল। পৰ্ব্বতহষ্টতে সোতো-নিৰ্গমন-সময়ে জলবেগে পৰ্ব্বতীয় শিলাখণ্ড-মৃত্তিকাদি পদার্থ ঐ সোতে বহিত-ইষ্টয়া যায় ; পরে ঐ সু্যেতঃ সমভূমিতে উপনীত হইলে তাহার বেগের লাঘব হয় । সুতরা^ প্রস্তুরাদি গুরু পদার্থ আর সু্যোতে বাহিত না হষ্টয় তৎস্থানে অধঃপতিত হয় ; সূক্ষ্ম মৃত্তিকার অধিকা^শ অতি শীঘ্র পতিত হয় না ; সোতো