পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S)8 প্রাকৃত-ভূগোল । ম্ভর ঈষদ হরিদ্বর্ণ মৃত্ত্বিকা ; স্তরের নিমুদেশে ঐ বর্ণ লুপ্ত হয়, ও তথায় কিঞ্চিৎ কস্কর দৃষ্ট হয়। তদনন্তর ৩০ হস্ত বেলিয়া মাটি, তৎপরে কিঞ্চিৎ চিকুণ মৃত্তিকার পর দুই হস্ত স্থূল এক স্তর অদৃঢ় বেলে পাথর। তাহার পর ভিন্ন ২ পদার্থবিশিষ্ট কয়েক সুর মৃত্তিক ; তৎপরে ২৩২ হস্ত নিম্নে বেলিয়া মাটির এক স্তরমধ্যে এক খণ্ড অস্থি দৃষ্ট হইয়াছিল। প্রিন্সেপ সাহেল অনুমান করিয়াছিলেন, তাহা কোন কুকুর জাতীয় পশুর বাহুর অস্থি হইবেক । অপর তৎস্থানহইতে ৮ হস্ত নিম্নে দুই টি অস্থি ছিল ; তাহা কচ্ছপের খোলার ন্যায় বোধ হয়। তদনন্তর ১০ হস্ত নিম্নে অপর এক অস্থি ছিল; কিন্তু তাহ খনন করিবার যন্ত্রের স্নশে চূর্ণ হইয়া যায়। ভূমির উপরিভাগহইতে ২৫৩ হস্ত নিম্নে এক স্তর চুর্ণবিশিষ্ট মৃত্তিকা (চুণে মাটি) আছে, তাহ অতি স্থূল নহে; কিন্তু তাহাতে শস্থক মিশ্রিত অাছে। তৎপরে পূৰ্ব্বোক্ত লোদ মাটির ন্যায় পদার্থের এক স্তর দৃষ্ট হয় তাহার নিমুহষ্টতে পাথরিয়া কয়লা নির্গত হইয়াছিল। তদনন্তর কএক স্তর কঙ্করময় মৃত্তিকা ৩১২ হস্ত গভীর স্থান পৰ্য্যন্ত ব্যাপিয়া আছে, এব^ তাহার মধ্যে ২ কএক খণ্ড অস্থি দৃষ্ট হইয়াছিল। ৩১০ হস্ত নিমুহষ্টতে এক খণ্ড কাষ্ঠ নির্গত হয় ; এব^ ৩২০ হস্ত স্থানে বোমা যন্ত্র ভগ্ন হওয়াতে এই অনুসন্ধানের শেষ হয় । এই খনন-কাৰ্য্য-দ্বারা স্লষ্ট প্রতীত হইতেছে যে কলিকাতা যে স্থানে স্থিত তদুপরি ক্রমাগত অন্ততঃ ৩২০ হস্ত পরিমিত মৃত্তিকা জমিয়াছে ; সুতরাণ ইহাতে এই জিজ্ঞাস্য হইতে পারে, যে সময়ে ঐ মৃত্তিক জমিয়াছিল, তথন কলি