পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘LA প্রাকৃত-ভূগোল । কাতার ৩০ হস্ত নিম্নে বন্য পশুর অস্থি ও মৃন্দার কাষ্ঠ ও ৩ হস্ত স্থূল গলিত-কাষ্ঠের স্বর কি প্রকারে আইল ? কলিকাতার ভূমি সমুদ্রের জলসীমাহইতে ১২ হস্ত মাত্র উচ্চ, অতএব ঐ সকল বস্তু কি ১৮ হস্ত জলের নিম্নে সমুহপন্ন হইয়াছিল ? কি শুষ্ক ভূমিতে উৎপন্ন হইয়া পরে জলে নিমগ্ন হইয়াছে ? ১৯ পত্রে উক্ত হইয়াছে কচ্ছ দেশে ভূমিকম্বদ্বারা ভুজ নগর ও রঞ্জ নামক হুদ জলে নিমগ্ন হইয়া যায়। কলিকাতা ও তচ্চতুদিগবৰ্ত্তি স্থান কি তজপ কোন ক্ষেীণুৎপাতে বসিয়া গিয়াছে ? এই সকল প্রশ্নের উত্তর পরম রহস্য অাখ্যান, কিন্তু এই অল্প আয়তনগ্রন্থে তাহার বিবৃতি অসম্ভবপ্রযুক্ত সন্তুতি তদ্বিষয়ে আমাদিগকে স্তুত্ত্ব থাকিতে হইল । সপ্তম প্রকরণ । স্রোতোদ্বারা ভূমির হ্রাস বৃদ্ধি। ଅଞ୍ଚାଞ୍ଚଖଞ୍ଜଖ୍ 鬆 সে৷ তোদ্বারা বাহিত মৃত্তিকায় নদীগর্ভে ও 鬆 " تھے নদীর অগ্রভাগে যে প্রকারে চর উৎপন্ন #9জ্ঞ হয়, তাহার পূৰ্ব্বাপর বিবেচনা করিতে হইলে ইহাও বোধ হয় যে যে মৃত্তিকায় চর জন্মে, তাহাতে নদীর গর্ভও ক্রমশঃ পরিপূর্ণ হইতে পারে । ফলতঃ তাহাই সৰ্ব্বত্র ঘটিতেছে, ও অনেকানেক নদীগর্ভ এই প্রকারে পরিপূর্ণ হইয়। উভয় পাশ্বের ভূভাগহইতে উচ্চ হইয়াছে। এই ঘটনা অস্তে প্রত্যক্ষ হয় না, কারণ