পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমির হ্রাস বৃদ্ধি। 8 × নিকটস্থ শস্যক্ষেত্রাদি উৰ্ব্বর। ভূমিতে উডিয়া পড়ে। উত্তরোত্তর এই বালুক বাড়িতে ২ স্তুভাকার হইয় উঠে, তৎসময়ে দীর্ঘ-মূল-বিশিষ্ট তৃণাদি তদুপরি রোপণ ও বহ যত্নে তদ্বন্ধন না করিতে পারলে বায়ুসহকারে ঐ বালুকা-স্তুভ ক্রমশঃ অগ্রবৰ্ত্তি হইয়া গ্রামাদি আচ্ছন্ন করিয়া ফেলে। ফরাসিস-দেশে বিস্কে উপসাগরের তটে এই ব্যাপার এখন অতি আশ্চর্য্য রূপে ঘটিতেছে। তথায় অনেক গ্রাম এই আপৎ-কর্তৃক একেবারে বিলুপ্ত হইয়া গিয়াছে, এবণ মিমিস নামক এক গ্রামের মনুষ্যের ৪০ হস্ত উচ্চ এক বালুকা-স্তুভের করাল-গ্রাসে কবে পতিত হইবে, এই ভয়ে কয়েক বৎসরাবধি তাহারণ অত্যন্ত চিন্তিত আছে । পরীক্ষাদ্বারা স্থিরীকৃত হইয়াছে, যে ঐ বালুক স্তুভ প্রতি বর্ষে ৪০/৫০ হস্ত স্থান অগ্র গমন করিয়া থাকে। স্কটলণ্ড দেশে ফিওহরণ-নদীর মুখ-নিকটে পাচ ক্রোশ স্থান অতি উৰ্ব্বর ছিল, এব^ তদুৎপন্ন অপৰ্য্যাপ্ত শস্যে মোরে-নগরের সমস্ত লোক প্রতিপোষিত হইত বলিয়া তথাকার লোকে ঐ শস্যক্ষেত্রের নাম “ মোরে নগরের শস্য-ভাণ্ডার ” রাথিয়াছিল। ই^রাজি ১৬৭৭, আবেদ তত্ৰত্য ব্যক্তিরা আপনাদিগের কোন প্রয়োজন সাধনার্থে তথাহইতে তিন ক্রোশ অন্তরস্থ সমুদ্র-তটের বালুকোপরি জাত সমস্ত তৃণ ও ক্ষুদ্র-তরু কাটিয়া লয় ; তাহাতে ঐ বালুক মুক্ত-বন্ধন হইয়া উড়িতে আরম্ভ করত বি^শতি বষের মধ্যে ঐ শস্যক্ষেত্র ও তন্নিকটস্থ সমস্ত স্থান আচ্ছন্ন করিয়া ফেলিয়াছে। ই^রাজি ১৬৯৭ অব্দে তথাকার গ্রাম-ক্ষেত্র-উদ্যানাদির কোন চিহ্নও ছিল