পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 R. প্রাকৃষ্ণ-ভূগোল । না। বায়ু প্রবল হইলে এ বালুকণর সূক্ষ-রেণু-সকল অতি দূর পর্য্যন্ত উড়িয়া যায়। আফরিকা-দেশের উত্তরাঞ্চলে এবম্রকার বালুক ঝড়-সহকারে এক দিনে অনেক ক্রোশ পর্য্যন্ত ভুমণ করিয়া থাকে; ফলতঃ পৰ্ব্বতাদি কিছু প্রতিবন্ধক না থাকিলে তাহার গতির রোধ হয় না। লাইবিয়া-প্রদেশের মরুভূমির বালুক এই প্রকারে মিসর দেশের সমস্ত পশ্চিমাঞ্চল আচ্ছন্ন করিয়াছে, এব^ লাষ্টবীয় পৰ্ব্বতের ব্যবধানে না থাকিলে বোধ হয় মাল নদীর দক্ষিণ তটে অাসিয়া সমস্ত মিসর দেশ উৎসন্ন করিত । অষ্টম প্রকরণ । ভূমি-ভেদ |

বৈহারিক ভূগোলে পৃথিবীর ভূভাগ দেশব্য l 議 প্রদেশ-গ্রাম-নগরাদি নানা ভাগে বিভক্ত ੋ হষ্টয়া থাকে ; কিন্তু তৎসমুদায় মনুষ্যকৃত, তাহাদের ধৰ্ম্মগত কোন বিভিন্নতা দৃষ্ট হয় না । ধৰ্ম্মগত ভেদ বিবেচনা করিলে পৃথিবীর ভূভাগ সপ্ত অ৭শে নিবিষ্ট হইতে পারে ; তদ্যথা ; প্রথম, পৰ্ব্বত ; দ্বিতীয়, উপত্যক ; তৃতীয়, অধিত্যক , চতুর্থ, সমভূমি ; পঞ্চম, নদী-মুখাগ্রস্থভূমি ; ষষ্ঠ, তৃণক্ষেত্র ; সপ্তম, মরুভূমি ।

(১) পৰ্ব্বতের বিবরণ পূত্রেই উক্ত হইয়াছে। (২) পৰ্ব্বতদ্বয় বা পৰ্ব্বত-শৃঙ্গদ্বয়ের মধ্যগত নিমু স্থানকে " উপ ত্যক৷ ” শব্দে কহে । প্রায়ঃ সকল পৰ্ব্বতের সমস্ত জল ঐ