পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88 धाङ्ठ-खूशाल । অতএব তাহাকে অধিত্যক শব্দে কহি। সমুদ্রের জলসীমাহক্টতে ঐ দেশ ৬৭০০ হস্ত উচ্চ । দক্ষিণ-দেশও অধিতাক, এব^ তাহ ২০০০ হস্ত উচ্চ। নূতন পৃথুীখণ্ডে গোয়াটিমালা অধিত্যকা ৬০০০ হস্ত এব° টিটিকাকা অধিত্যক ৮০ ০০ হস্ত উসচ } অধিত্যক যে পরিমাণে উচ্চ হয়, তদনুসারে তথায় শীতেরও বৃদ্ধি হয়, এবং তরু গুল্মাদির হ্রাস হয়। অতি উচ্চ অধিত্যকায় বৃক্ষ লতাদি বিরল প্রচার । ৪। সমভূমি সমুদ্রের জলসীমাহক্টতে অধিক উচ্চ হয় না, এব° তাহাতে কোন বৃহৎ পৰ্ব্বত থাকে না । আর্য্যাবৰ্ত্ত, সিবিরীয়া, চীন, বোহিমীয়া, হঙ্গেরি, সিয়াম, প্রভূতি দেশ-সকল প্রশস্ত সমভূমির দুফান্ত স্থল। ৫ । নদীমুখস্থ বা ত্রিকোণমণ্ডল ভূমি। যে কারণে উপত্যক অধিক শস্যশালিনী হয়, সেই কারণ নদীমুখস্থ ভূমিতে প্রকৃষ্টরূপে বৰ্ত্তমান, সুতরা^ তাহা যে সমপূর্ণ শস্যশালি হইবেক ইহা অনায়াসেই অনুভূত হইতে পারে। এই প্রকার ভূমি প্রায়ঃ ত্রিকোণমণ্ডল হইয়া থাকে,এই প্রযুক্ত ই০৬ রাজের তাহাকে “ডেল্টা’ শব্দে কহে। ঐ ত্রিকোণমণ্ডলের এক ভুজ সমুদ্রাভিমুখে থাকে। বঙ্গদেশ প্রস্তাবিত প্রকার ভূমির এক দৃষ্টান্ত স্থল, এব^ ইহা ত্রিকোণাকারও বটে। ঐ ত্রিকোণমণ্ডলের এক ভূজ সাগরদ্বীপহইতে পদ্মা-নদীর মুখ-পৰ্য্যন্ত ব্যাপ্ত, দ্বিতীয় ভুজ ভাগীরথী, এব^ তৃতীয় ভূজ পদ্মা ও বড় গঙ্গা ; শেষোক্ত দুই ভুজ রাজমহলের নিকট সম্মিলিত হইয়াছে। গোদাবরী, নম্মদী, কৃষ্ণা প্রভৃতি অন্যান্য নদীর মুখে এবঘ্রকার ত্রিকোণ-মণ্ডল অাছে।