পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৫২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

जृमि-८च्ठति । 8 & ৬ । তৃণক্ষেত্র । মার্কিন-দেশের লোকেরা ইহাকে “ প্রেরি ” বা “ সাবানা”, ও দক্ষিণ অমরিকায় “লানো ” শব্দে কহে । তত্ত্বদেশে শত শত ক্রোশ বিস্তীর্ণ ক্ষেত্র-সকল কেবল তৃণে পরিপূর্ণ ; তাহার কুত্ৰাপি একটি বৃক্ষ দৃষ্ট হয় না। বর্ষাকালে ঐ তৃণ-সকল ৫।৬ হস্ত উচ্চ হইয়া সমস্ত স্থানকে হরিদ্বর্ণে আবৃত করে, এব^ ঐ স্থান বিস্তীর্ণ হরিৎ-সমুদ্রের ন্যায় বোধ হয়। গ্রীষ্মকালে ঐ সকল তৃণ শুষ্ক হইয়া যায়, এব^ কোন ২ সময়ে দাবান্নি উৎপন্ন হষ্টয়া সমস্ত ক্ষেত্র অগ্নিময় হইয় উঠে । দক্ষিণঅমরিকার তৃণক্ষেত্রের স্থানে ২ জলপ্রবাহ আছে ; গ্রীযুকালে তাহ শুষ্ক হইয়া যায়, এব^ তত্ৰত্য অস ভূখ্য কুম্ভীর, গোসাপ (গোধা), কচ্ছপ, টিক্‌টিক প্রভৃতি প্রাণি-সকল ম্ৰিয়মাণ হইয়া নদীগর্ভস্থ-কদমে প্রোথিত থাকে ; বষার প্রত্যাগমনে সজীব হইয়া পুনঃ আপন ২ দেহ যাত্রা নিৰ্ব্বাহে প্রবৃত্ত হয়। • মরুভূমি । বিস্তীর্ণতা ও সমুদ্রের জলসীমাহষ্টতে অনুচ্চতা সম্বন্ধে মরুভূমি তৃণক্ষেত্রেরই তুল্য , পরন্তু তৃণক্ষেত্রে ঘাস জন্মিয় থাকে, মরুভূমিতে কিছুমাত্র জন্মে না, সৰ্ব্বত্রই বালুকাময়, কুত্ৰাপি জল-শস্যাদি কোন পদার্থই প্রাপ্তব্য নহে। গ্রীষ্মকালে ঐ বালুক উত্তপ্ত হইয়া পথিকদিগের অত্যন্ত ক্লেশকর হয়, এবণ স্থানে ২ মরীচিকা দৃষ্ট হইতে থাকে। অপর বায়ু প্রবল হইলে ঐ উত্তপ্ত বাণুক উড়ডীয়মান হইয়া পথিকদিগের পক্ষে যৎপরোনাস্তি ক্লেশকরা হয় ; ও বালুক ঐ মরুভূমির নিকটস্থ উৰ্ব্বর। ভূমিতে নিপতিত হইয় তাহাকে একেবারে উৎসন্ন করে ।