পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8bア প্রাকৃত ভূগোল । সৰ্ব্বদা অতি উচ্চ হইয়া থাকে ; সংযোগ-স্থল পূৰ্ব্বাভিমুখ হক্টলে ঐ জলের উচ্চতা আরও বৃদ্ধি হয়। এই ঘটনার কারণ দুরবগম্য নহে। পৃথিবী পশ্চিমহইতে পূৰ্ব্বাভিমুথে অতি বেগে ঘূর্ণিত হইতেছে, এবণ সেই ঘুর্ণনে সমুদ্র-জলের গতি পশ্চিমাভিমুখ হয়, ও সমুথে পূৰ্ব্বাভিমুখ থাড়ি পাইলে বেগে তাহার ভিতর প্রবিষ্ট হয়, সুতরা^ ঐ খাড়ির জলসীমা সমুদ্র-জলসীমাপেক্ষায় উচ্চ হক্টয় উঠে । পদার্থবিদ্যায় বিশারদ আনেকে নিরূপণ করিয়াছেন, যে সুয়েজ-স্থল-সঙ্কটের উত্তরে ভূমধ্যস্থ সমুদে জল যে সীমা পর্য্যন্ত উচ্চ. উক্ত সঙ্কটের দক্ষিণে সুফসাগরে তদপেক্ষায় ২২ হস্ত অধিক ৷ হম্বো ডট সাহেব লিখিয়াছেন, যে পানামা-স্থল-সঙ্কটের উভয় পাশ্বের জলসীমায় ১৪১৫ হস্তের ভিন্নতা আছে। সঙ্কীর্ণ মুখবিশিষ্ট থাড়ির জলসীমা উচ্চ হইবার অপর এক কারণ প্রতিপন্ন করা যাইতে পারে । গ্রীযুকালে পাৰ্ব্বতীয় বরফ গলিয়া নদীজলের বৃদ্ধি করে, এব^ নদীদ্বারা তাহ থাড়িতে পড়িলে সুতরা^ ঐ খাড়ির জল উচ্চ হঠয় উঠে। খাড়ির মুথ বৃহৎ হঠলে ঐ জল সমুদ্রমাৎ হঠতে পারে, কিন্তু সঙ্কীর্ণ হইলে শীঘু তাহ ঘটে না। এই কারণবশতঃ গ্রীষ্মকালে বালতিক ও কৃষ্ণ সমুদ্রের জল অতি উচ্চ হইয়া থাকে। সমুদ্র-জলের স্বাভাবিক বর্ণ নীলাক্ত হরিৎ; তট-সন্নিকটে তাহ স্নান হইয়া যায় । অপর নানা কারণবশতঃ অনেক স্থানে ঐ বর্ণের বিবণতা ঘটিয়া থাকে। গিনি থাড়ির জল শ্বেত, এবণ মালডিৰ দ্বীপের চতুৰ্দ্দিগে জল কৃষ্ণবর্ণ বোধ হয় । রক্ত পীত ও হরিদবর্ণ জলও