পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৫৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমুদ্র জলের বিবরণ । Ф. S ব্যক্তির নিরূপণ করিয়াছেন যে সমৃদু-জল নিরক্ষবৃত্তের সন্নিকটে অন্যত্রাপেক্ষার অধিক উষ্ণ ; তৎপরে উভয় পাশ্বে ৩০ । ৪০ তাPNশ আল{স ক্রমশঃ সমভালে শীতল হলতে থাকে, তৎপরে উত্তরাপেক্ষায় দক্ষিণ-ভাগে অধিক শীতল হয় । এই প্রযুক্ত উত্তর-ভাগে যে সীমা পৰ্য্যন্ত বরফ বিস্কৃত অণছে, দক্ষিণ-ভাগে তদপেক্ষায় দশ ত৭শ অধিক স্থান বরফে ব্যাপ্ত হয় । এই ঘটনার কারণানুসন্ধারিরা কহেন যে উত্তর-ভাগে সুমেরু-সমুদ্রের বরফ ভূভাগের বাধাপ্রযুক্ত অতি দূর পস্যন্ত ত গ্রসর হইতে পারে না ; দক্ষিণে তাদৃশ কোন বাপ না থাকার সু্যোতঃসহকারে তাহ অনায়াসে সমুদ্রের অনেক-দূর পর্য্যন্ত বিস্তুত হইয়া উত্তর-দক্ষিণে শৈত্যের বিভিন্নতা সম্নাদন করে। অপর সমুদ্রের সে সকল অ৭শে স্রোতের প্রবলতা নাই সে সকল অঞ্চশ অতিশীঘু শীতল হয়, সুতরা^ তাহাতে অধিক বরফ জামবার সম্ভাবনা । এই প্রযুক্ত থাড়ি, ভূমধ্যগত উপসাগর, দ্বীপবৃহের মধ্যগত সাগর প্রভূতির জলে অধিক বরফ জনিয়া থাকে। শীতকালে যে সময়ে বাণুিক-উপসাগরের অধিকাংশ জমিয়া গিয়া শকটাদ-গমনাগমনের উপযুক্ত হয়, তৎকালে নিরক্ষবৃন্ত হইতে উক্ত উপসাগর যত দূর অন্তর তত দূর অন্তরস্থ মহাসমুদ্র সৰ্ব্বতোভাবে তরল থাকে। সুমেরু ও কুমেরু সমুদ্র নির বৃত্ত হইতে অত্যন্ত দূর, সুতরাণ অত্যন্ত শীতল । তাহদের একাণশে চিরকাল বরফ থাকে, ও অপরা^শে বৎসরে তিন চারি মাস মাত্র জল তরল থাকে, অপর আট নয় মাস বরফরুপে পরিণত