পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সমৃদু-জলের স্রোতঃ। A න দশম প্রকরণ । সমুদ্র-জলের সু্যেতঃ ।

:: মুদ্র-জলের তিন প্রকার স্রোতঃ আছে ; : স : প্রথম, বায়ব্য সু্যেতঃ ; দ্বিতীয়, আন্তরিক
সু্যেতঃ ; তৃতীয়, জোয়ার। : ১। তরল পদার্থের এক প্রধান ধৰ্ম্ম এক্ট যে তাহার সৰ্ব্বত্র সমোচ্চ থাকে ; কোন কারণ বশতঃ একাংশ নিম্ন হইলেই তৎক্ষণাৎ অপরা^শ হইতে পদার্থ আসিয়া সমস্তের সমোচ্চতা রক্ষা করে। বায়ুদ্বারা সমুদ্র-জলের কোন অ৭শ অগ্রে প্রক্ষিপ্ত হইলে উক্ত নিয়মে তাহার পশ্চাদ্বন্তি জল তৎক্ষণাৎ তাহার স্থান পূরণার্থে অগ্রগামী হয়, তথা তরঙ্গের উৎপাদন করে। ঐ তরঙ্গ যে দিগে অগ্রবৰ্ত্তি হয় তদগে অবশ্যই সু্যেতের স্বীকার করিতে হইবে। ঐ সোতের আদিকারণ বায়ু, এই প্রযুক্ত তাহাকে “ বায়ব্য সু্যেতঃ ” বা " তরঙ্গ সোতঃ ” শব্দে কহি । এই সোতঃ সমুদ্রের উপরি ভাগেই ঘটিয়া থাকে, অত্যন্ত ঝড়ের সময়েও ষষ্টি-হস্ত নিম্নে তাহার কোন চিহ্নও অনুভূত হয় না। ইহার গতি দ্রুত নহে ; ইহা দিবা রাত্রে ৮/১০ ক্রোশ স্থান মাত্র আগে গমন করে।

২ । পৃথিবীর গতি-প্রযুক্ত তথা সমুদ্রের কোন আন্তরিক-কারণ-বশতঃ সমুদ্র-জল সু্যেতোরূপে নানাদিগে ভুমণ করিয়া থাকে; বায়ুর গতিতে তাহার কোন অন্যথা হয় না। পৃথিবীর কেন্দ্র-দ্বয়হইতে নিরক্ষবৃত্তাভিমুখে নিয়তই দুই স্রোতঃ আসিতেছে, কদাপি তাহার নিবৃত্তি

: