পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ や প্রাকৃত-ভূগোল । স্থিত হয়, তখন সেই স্থান অন্য অন্য অ৭শ অপেক্ষায় নিকটবৰ্ত্তী হয়, এ নিমিত্ত সেই স্থানের জল চন্দ্রকর্তৃক অধিক আকৃষ্ট হওত সক্রীত হইয় উঠে, এব^ তাহার পাদবিপক্ষ * স্থানের জল অত্যন্ত অল্প আকৰ্ষণতা-প্রযুক্ত নত হইয় পড়ে। সুতরাণ ঐ উভয়-স্থানে এক কালে জোয়ার উৎপন্ন হয়, এব°N ঐ জোয়ারে পাশ্বের জল সরিয়া যাওন-প্রযুক্ত ঐ পাশ্বদ্বয়ে ভাটার উৎপত্তি হয়। “এইরূপে সমুদ্রের যে অ৭শে যখন জোয়ারের উৎ“ পত্তি হয়, তাহার বিপরীত ভাগেও সেই সময়েই “ জোয়ার হঠয়া থাকে। যখন চন্দ্র মণ্ডল আমারদের “মস্তকোপরি অবস্থিত থাকে, তখন ভূমণ্ডলের যে ভাগে “ আমারদের অবস্থান, সেই ভাগে এব^ তাহার বিপরীত “ ভাগে এক কালে জোয়ার হয় । সেই রূপ, যখন চন্দ্র * অামারদের বিপরীত দিকে থাকে, তখনও সেই দিকে * ও অামারদের দিকে এক কালেক্ট জোয়ারের উৎপত্তি “ হয়। এইরূপে প্রতিদিন এক এক স্থানে দুষ্টবার করিয়া “ সমুদ্রের জল উচ্ছসিত হইয় থাকে। “ পৃথিবীর বিপরীত দিগে এক কালে জোয়ার হওয়াতে “ আপাততঃ বোধ হয়, ভূমণ্ডল চন্দ্র মণ্ডলকর্তৃক এইরূপ “ আকৃষ্ট হওয়াতে, গোলাকার না থাকিয়া ডিম্বের ন্যায় “আকার ধারণ করে। বাস্তবিক, চন্দ্র যদি ভূমণ্ডলের এক

  • পৃথিবী গোলাকার, সুতরা তাঙ্গার ঠিক বিপক্ষ স্থানস্থ মনুষ্যের পদ পর সপরের উন্মুখোম্মুখ হইয়া থাকে। ঢাকার মনুষের পদ নিগুিলো দ্বীপস্থ মনুষ্যপদের ঠিক বিপরীত দিগে আছে। এই প্রকার বিপক্ষদিগে fস্থত স্থানকে “ পাদবিপক্ষ স্থান " কহি ।