পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উৎস ও নদীর বিবরণ। や> প্রাপ্ত হয়, সমভূমিতে আইলেও তাহার শেষ হয় না ; সেই বেগের সাহায্যে নদী-সকল বহু দূর পর্য্যন্ত অনায়াসে পরিভুমণ করিয়া থাকে। মার্কিন-দেশীয় আমাজননামী মহানদী যে গভদিয়া গমন করে, তাহার ১৮,০০০ হস্ত দীর্ঘ ভূমিতে এক বুরুল মাত্র ঢালু আছে। প্রসিদ্ধ বেগবতী রীণ-নদীর প্রতি-ক্রোশ দীঘে ২।০ হস্ত মাত্র ঢালু। কোন ২ নদী পথিমধ্যে নিম্নে কোমল-মৃত্তিকা-বিশিষ্ট অতি-দৃঢ় পৰ্ব্বত-থও প্রাপ্ত হইলে ঐ গিরির নিম্নভাগের কোমল মৃত্তিকা ধৌত করিয়া তৎস্থান-দিয়া প্রবাহিত হয়। এই আশ্চর্য্য ব্যাপার এতদেশীয় প্রাচীন মনুষ্যের অজ্ঞাত ছিলেন না ; তাহারণ ইহাকে “ অন্তঃসলিলবাহিনী ” শব্দে অাখ্যান করিতেন। কথিত আছে, সরস্বতী-নদীর কোন স্থান এই প্রকার গুপ্তভাবে প্রবাহিত হয়, কিন্তু আমরা তাহার বিশেষ বিবরণ জ্ঞাত নহি । ইউরোপ-খণ্ডে সিসেল ও লেকৃলিউস গ্রামের মধ্যবৰ্ত্তী স্থানে রোণ-নদী উক্তপ্রকারে অন্তঃসলিল বাহিত হঠয়া থাকে । অপর কোন ২ স্থানে বালুকার প্রাচুর্য্য থাকিলেও নদী প্রায়ঃ অপ্রত্যক্ষ হইয়া থাকে ; গয়াধামের নিকট ফলপ্ত-নদী তদ্বিষয়ের এক দৃষ্টান্ত-স্থল। নদীর বিশেষ-বর্ণনের নিমিত্ত ভূগোলবেত্তারা তাহার গতি তিন আ৭শে বিভাগ করেন ; প্রথম পাৰ্ব্বত্যা^শ ; তাহা শৈলতটে বেষ্টিত, ও সৰ্ব্বাপেক্ষায় বেগবান ; দ্বিতীয়, মধ্যা^শ ; তাহার বেগ মধ্যম, গম্য-স্থান সমভূমি, এব^ *ধারণ সপগতির ন্যায় বক্র। তৃতীয়, সঙ্গমা^শ, তাহার বেগ অত্যন্ত লঘূ নদীর গম্য-স্থান কোমল-মৃত্তিকাবিশিষ্ট হও