পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 প্রাকৃত-ভূগোল । কারণবশতঃ সমোচ্চতার হানি হক্টলে তৎক্ষণাৎ ঐ পদার্থ আন্দোলিত হইয়া সমোচচতা-রক্ষণর চেষ্টা করে । অপর এক নিয়ম এই যে বস্তু মাত্রেই উষ্ণতায় স্ফীত এব^ শীতে শঙ্কুচিত হয় ; স্থূল শুষ্ক সকল পদার্থ এই নিয়মের অধীন ; কেহই ইহাহক্টতে স্বতন্ত্র নহে । শীতকালে যে লৌহ-খণ্ড ঠিক এক হস্ত দীর্ঘ থাকে, গ্রীষ্মে তাহা এক হস্তুহইতে কিঞ্চিৎ অধিক দীর্ঘ হয় ; অপর তাহা আমিতে উৎতপ্ত করিলে তদপেক্ষায় আরও দীর্ঘ হয় । স্বর্ণ রাজত প্রসূরাদি অপর সকল পদার্থও এই প্রকার। দৃঢ় পদার্থীপেক্ষায় তরল পদার্থ উষ্ণতায় অধিক বৃদ্ধ হয় ; বায়ু তরল-পদার্থ-মধ্যে সৰ্ব্বাপেক্ষায় অধিক সূক্ষ্ম, সুতরা^ তাহা গ্রীষ্মে অত্যন্ত সক্রীত হয়। বায়ু স্বভাবতঃ সৰ্ব্বত্র স্থিরভাবে থাকে, পরন্তু কোন এক প্রদেশে সূর্য্যোন্তাপ অধিক হইলে, বা দাবানল বা অন্য কোন কারণে বায়ু উত্তপ্ত হইলে, পূৰ্ব্বোক্ত দ্বিতীয় নিয়মানুসারে তাহ তৎক্ষণাৎ স্ফীত ও অন্য-বায়ুর অপেক্ষায় লঘু হয়। এই লঘু বায়ুর ধৰ্ম্ম উদ্বে গমন ; এব^ ঐ বায়ু মথন উদ্বে গমন করিতে থাকে তৎকালে প্রথমোক্ত নিয়মপ্রযুক্ত তাহার অপর দিকস্থ শীতল স্থূল বায়ু তৎপরিত্যক্ত-স্থান-পূরণার্থে তদিগে ধাবমান হয় ; তথা এই দুই নিয়মপ্রযুক্তই স্থির বায়ু সঞ্চালিত হইয়া থাকে; মন্দ-বায়ু, ঘূর্ণি বায়ু, ঝড় প্রভৃতি সকলই ঐ কারণহইতে উৎপন্ন হয় । যে বায়ু প্রতিঘন্টায় অৰ্দ্ধক্রোশ-মাত্র ভুমণ করে তাহা প্রায়ঃ সহসা আমাদিগের বোধগম্য হয় না ; যে