পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ুর বিবরণ । а с বায়ু প্রতিঘন্টায় ২ বা ২ ॥০ ক্রোশ স্থান ভুমণ করে তাহা “মন্দ-বায়ু” নামে খ্যাত। চতুরসু একহন্তস্থানে তাহা যে বেগে আহত হয়, এক ছটাকের যে ভার তাছা তদনুরূপ হইবে। প্রতি ঘণ্টায় যে বায়ু ৫ ৭ ক্রোশ ভুমণ করে তাহাকে “ তেজো-পায় ” শব্দে কহ যায় ; তাহা বিশেষ তেজোবন্ত হইলে প্রতি ঘণ্টায় ১০ । ১৫ ক্রোশ স্থান অগ্রগমন করে। তাহার বেগের পরিমাণ প্রতিচতুরসু হস্তে ৩। ৪ সের হইবেক । সামান্য ঝড় প্রতিঘণ্টায় ২৫ । ৩০ ক্রোশ স্থান ভুমণ করে, এব°N তাহার বেগের পরিমাণ ১০ । ১২ সের ; পরন্তু সকল ঝড় সমবেগে প্রবাত হয় না, এই প্রযুক্ত তৎসম্বন্ধে কোন সাধারণ নিয়ম নিরূপণ করা অসাধ্য । যাহা উক্ত হইল তাহা সামান্য ঝড় পক্ষেও স্থূল অনুমান মাত্র। পৃথিবীর সুমেরু ও কুমেরু কেন্দ্র অত্যন্ত শীতল, তথাহষ্টতে যত নিরক্ষ-বৃত্তের নিকট অগ্রসর হওয়া যায় তত গ্রীষ্মের বৃদ্ধি হয়, এই কারণ বশতঃ দুই কেন্দ্রহইতে নিরক্ষ-বৃত্তাভিমুথে নিয়ত দুই বায়ু-প্রবাহ আসিতেছে ; কদাপি-তাহার নিবৃত্তি নাই । অপর নিরক্ষ-বৃত্তের নিকটহইতে যে উত্তপ্ত বায়ু উৰ্দ্ধে গমন করে তাহ। কিয়দূর উচ্চে উঠিলে তথাকার শীতল-বায়ুর সPসুশে শীতল হইয়া কেন্দ্রহইতে আগত বায়ুর স্থান পূরণার্থে কেন্দ্রাভিমুথে গমন করে ; তথা পৃথিবীর সন্নিকটে যে প্রকার বায়ুপ্রবাহ কেন্দ্রহইতে নিরক্ষ-বৃত্তাভিমুখে আসিতেছে, আকাশের উর্দুদেশে তদ্রুপ বায়ুপ্রবাহ নিয়ত কেন্দ্রাভিমুথে গমন করিতেছে। এই বায়ুপ্রবাহ-চতুষ্টয়ের