পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" や প্রাকৃত-ভূগোল । কদাপি নিবৃত্তি নাই, এই প্রযুক্ত তাহাকে “নিয়ত-বায়ু” শব্দে কহ। যাইতে পারে। এই নিয়ত-বায়ুর যে প্রবাহ সুমেরু কেন্দ্রহইতে আাক্টসে তাহার স্বাভাবিক গতি দক্ষিণাভিমুখ, ও যে প্রবাহ কুমেরু-কেন্দ্রহক্টতে আইসে তাহার গতি উত্তরাভিমুখ ; কিন্তু প্রত্যক্ষ তাহ প্রীত হয় না ; তদন্যথায় ঐ বায়ু ঈশান কোণ ও অগ্নি কোণহইতে আসিয়া থাকে ; তাহার কারণ এক্ট, পৃথিবী নিয়ত পূৰ্ব্বাভিমুখে অত্যন্ত-ভয়ানক বেগে প্রতি-ঘণ্টায় এক সহসু-জ্যোতিষী-ক্রোশ-ব্যাপ্ত স্থান ভুমণ করে ; বায়ু অপর্য্যাপ্ত ঝড় হইলেও এক ঘণ্টায় শত বা এক শত পচিশ ক্রোশের অধিক স্থান ভুমণ করিতে পারে না ; অতএব উত্তর বা দক্ষিণ দিগহইতে ঝড় আসিলেও পৃথিবীসম্বন্ধে তাহার গতি স্থদু থাকতে পারে না, এবং নিরক্ষ-বৃত্তের নিকটস্থ মনুষ্যকে সেই ঝড় ঈশান বা অগ্নি কোণহষ্টতে আগত বোধ হয়। পূৰ্ব্বোক্ত নিয়ত-বায়ুর বেগ ঝড়ের বেগহইতে অনেক লঘূ ; সুতরা^ তাহা ঈশান ও অগ্নি কোণাগত হইবে, ইহাতে আশ্চর্য্য কি ? এই বায়ুতে জাহাজ গমনাগমনের বিশেষ সাহায্য হয় বলিয়া নাবিকের ইহাকে “ বাণিজ্যবায়ু-” শব্দে কহে । সূর্য্যোক্তাপে জল অপেক্ষায় স্থল অধিক উত্তপ্ত হয়, অতএব পৃথিবীর যে অ৭শে অধিক স্থল আছে তাহা জলাধিক্য আ৭শহক্টতে অধিক উষ্ণ থাকে । দ্বিতীয়প্রকরণে উক্ত হইয়াছে নিরক্ষ-বৃত্তের দক্ষিণাপেক্ষায় উত্তর-দিগে অধিক স্থল আছে; এই প্রযুক্ত নিরক্ষ-বৃত্তস্থ স্থান অত্যন্ত উষ্ণ না হক্টয় তাহার সাত অ°Nশ উত্ত