পাতা:প্রাকৃত ভূগোল.djvu/৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বায়ুর বিবরণ। ዓ ፃ রে অত্যন্ত উষ্ণতা প্রত্যক্ষ হয়। এই স্থানের উভয় পাশ্বে প্রায়ঃ পাচ অণশ স্থানের বায়ু উত্তপ্ত হইয়া উৰ্দ্ধগমন করে, এব^ ঐ স্থান-পূরণার্থে পূৰ্ব্বোক্ত বাণিজ্য-বায়ু প্রবাহিত হয়; কিন্তু পৃথিবীর গতিতে তাহার গতির বক্রতা ঘটিয়া ঐ স্থানে তাহণ প্রত্যক্ষ হয় না। নিরক্ষ বৃত্তের উপরে দশ আ৭শহইতে ২৫ অ^শ পর্য্যন্ত পৃথ্বীর উত্তর-ভাগের বাণিজ্য-বায়ু প্রবাত হয় ; ও দক্ষিণ-ভাগের বাণিজ্য-বায়ু নিরক্ষ-বৃত্তের উত্তরে দ্বিতীয় অ^শহইতে দক্ষিণে ২৩ অণশ-পর্য্যন্ত স্থানে প্রবণত হয়। এই দুই বায়ু-মণ্ডলের মধ্যবৰ্ত্তি-স্থানে বায়ু উৰ্দ্ধগমন করে, কিন্তু পৃথিবীর সন্নিকটে তাহ অনায়াসে অনুভূত হয় না ; সর্বদা প্রায়ঃ নিৰ্ব্বাত বোধ হয় ; মধ্যে ২ এই স্থানে অত্যন্ত বড় হইয়া থাকে; এই প্রযুক্ত নাবিকেরা ইহাকে “নিৰ্ব্বাত ও অস্থির-বায়ু-মণ্ডল” শব্দে কহে। পৃথিবীর সর্বত্র যদ্যপি জলময় হইত তাহা হইলে বাণিজ্য-বায়ুও সৰ্ব্বত্র সমান বোধ হইত ; কিন্তু ভূভাগের উষ্ণতা ও পৰ্ব্বতের বাধা প্রযুক্ত তাহ ভূভাগে অনুভূত হয় না, কেবল মহাসমুদ্রে তাহার প্রচার আছে। ভারতসমুদ্রের উত্তর, পশ্চিম ও পূৰ্ব্বভাগ ভূমিদ্বারা বেষ্টিত, বিশেষতঃ মহাপ্রাচীরস্বরূপ হিমালয়পৰ্ব্বতে তাহার অধিকাংশ আবৃত ; উত্তরভাগের বাণিজ্য-বায়ু ঐ প্রাচীর লম্বন করিয়া আসিতে পারে না; সুতরা^ ভারত-সমুদ্রে ঐ বাণিজ্যবায়ুর প্রচার নাই; তথায় তৎপরিবৰ্ত্তে অপর একপ্রকার বায়ু বহিয়া থাকে ; তাহ প্রথম ছয় মাস অগ্নিকোণহইতে ও অপর ছয় মাস বায়ুকোণহইতে প্র